Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কারখানা শ্রমিকের মৃত্যু

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

ডিসেম্বর ২১, ২০২২, ০৮:৪০ পিএম


বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কারখানা শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ মামুন (২৯) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে কালুরঘাট টি,কে ক্যামিক্যালের ড্রেন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মামুন পশ্চিম গোমদণ্ডী এলাকার ছাদেক আলী বাড়ির মৃত আবদুল করিমের ছেলে। সে টি,কে ক্যামিক্যালের শ্রমিকের কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে কাজে যান। ফ্যাক্টরির সীমানা প্রাচীরের পাশে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে ড্রেনে পড়ে থাকে। পরে ফ্যাক্টরি থেকে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেন।

বোয়ালখালী থানার পরিদর্শক (ওসি তদন্ত) মহিউদ্দীন সুমন জানান, ঘটনাস্থল থেকে পুলিশ নিহত মামুনের লাশ থানায় নিয়ে আসা হয়েছে এবং ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

কেএস 

Link copied!