Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঘন কুয়াশা, সৈয়দপুরে অবতরণ করেনি কোনো বিমান

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২২, ২০২২, ১১:৩১ এএম


ঘন কুয়াশা, সৈয়দপুরে অবতরণ করেনি কোনো বিমান

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। দৃষ্টিসীমা কমে যাওয়ায় বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে সৈয়দপুর বিমানবন্দরে কোনো ফ্লাইট অবতরণ করতে পারেনি।

এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বিমানবন্দর টার্মিনালে দীর্ঘসময় বসে থাকতে হচ্ছে যাত্রী ও স্বজনদের।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বিমান ওঠানামা করার জন্য ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) কমপক্ষে এক হাজার মিটার থাকার কথা থাকলেও এখন পর্যন্ত ২০০ মিটার রয়েছে।  এতে সকালে কোনো ফ্লাইট এখনো অবতরণ করতে পারেনি।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব ঘোষ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, শীতকালে মূলত এ ধরনের সমস্যা হয়ে থাকে। আবহাওয়ার উন্নতি হলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে।

এই বিমানববন্দর থেকে বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা ও নভো এয়ারের ফ্লাইট চলাচল করে।

কেএস

Link copied!