Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আড়াইহাজারে প্রবাসফেরত যুবকের গাড়ী আটকে ডাকাতি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ২২, ২০২২, ০২:১৩ পিএম


আড়াইহাজারে প্রবাসফেরত যুবকের গাড়ী আটকে ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মালয়েশিয়া ফেরত যুবক ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রাইভেট কারে করে বাড়ীতে যাওয়ার সময় পথে গাড়ী আটকে সর্বস্ব লুটে নিয়েছে সশস্ত্র ডাকাত দল।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কদমতলি এলাকায়। আক্রান্ত প্রবাসফেরত যুবকের নাম মাসুম। তিনি কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানাগর গ্রামের ইমান আলীর ছেলে।

আক্রান্ত মাসুমের মামা খাগকান্দা ইউনিয়নের তাতুয়াকান্দা গ্রামের মাহাবুবব জানান, আমার ভাগিনা  মাসুম এয়ারপোর্ট থেকে গাড়ী নিয়ে বাড়ীতে যাচ্ছিলেন। পথে এসে তিনি আমার বাড়ীতে রাত্রি যাপন করার সিদ্ধান্ত নেন। ওই সময় তিনি গাড়ীতে করে আমার বাড়ীতে আসার পথে কদমতলি এলাকায় আসা মাত্র কয়েকজন সশস্ত্র ডাকাত তার গাড়ী আটকায় এবং তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার সঙ্গে থাকা সাড়ে ৩ হাজার মালয় রিংগিত, একটি আই ফোনসহ সর্বস্ব লুটে নেয়। তিনি এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দিবেন বলে জানান।

কেএস 

Link copied!