Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

চট্টগ্রামে ওয়াকিটকিসহ ভূয়া নৌবাহিনীর অফিসার আটক

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

ডিসেম্বর ২২, ২০২২, ০৪:৩১ পিএম


চট্টগ্রামে ওয়াকিটকিসহ ভূয়া নৌবাহিনীর অফিসার আটক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন একটি আবাসিক হোটেল থেকে নৌবাহিনীর অফিসার পরিচয় দেওয়া এক ভূয়া প্রতারককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃত প্রতারকের নাম মো. রিয়াজ মাহমুদ আকাশ (২২)। গত মঙ্গলবার (২০ ডিসেম্বর) নগরীর রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশ উত্তরের কমিশনার নিহাদ আদনান তাইয়ান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার নিউমার্কেট রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ভূয়া নৌবাহিনীর অফিসার পরিচয় দেওয়া মো. রিয়াজ মাহমুদ আকাশ নামে এক প্রতারককে ওয়াকিটকিসহ আটক করা হয়। এসময় তার কাছ থেকে সশস্ত্র বাহিনীর মনোগ্রাম, নৌবাহিনীর স্টিকার সম্বলিত চাবিসহ একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আটক ওই ব্যক্তি চোরাই মোটরসাইকেলে নৌবাহিনীর লোগো ও স্টিকার লাগিয়ে ওয়াকিটকি ব্যবহার করে বিভিন্ন সময় নিজেকে নৌবাহিনীর অফিসার পরিচয় দিয়ে অনেকের সাথে প্রতারণা করে আসছিল বলে প্রাথমিক তদন্তে জানা যায়। তিনি নিজেকে নৌবাহিনীর অফিসার পরিচয় দিয়ে ওই হোটেলের রুম নিয়েছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা রুজু করা হয়েছে।

কেএস 

Link copied!