Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

পদ্মা সেতু এলাকায় ৪ কিলোমিটার যানজট

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ডিসেম্বর ২৩, ২০২২, ১২:৪৪ পিএম


পদ্মা সেতু এলাকায় ৪ কিলোমিটার যানজট

পদ্মা সেতুর মুন্সীগঞ্জ প্রান্ত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ করা গেছে। সেতুর টোল প্লাজা থেকে ৪ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের চাপ বেড়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোর থেকে জেলার লৌহজং পদ্মা সেতু টোল প্লাজা থেকে শ্রীনগর উপজেলার সমষপুর এলাকা পর্যন্ত দক্ষিণবঙ্গগামী যানবাহনের জট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও যাত্রীরা।

পদ্মা সেতুর টোল প্লাজার ব্যবস্থাপক সজল তালুকদার বলেন, কয়েকদিনের ছুটির ফাঁদে দক্ষিণবঙ্গগামী যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। এতে ভোর থেকে এক্সপ্রেসওয়েতে যানজট দেখা দেয়। তবে কী পরিমান যানবাহন আটকা আছে তা বলা মুশকিল।

পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, শুক্রবার (২৩ ডিসেম্বর) পদ্মা সেতুতে যানবাহনের চাপ এমনিতেই বেশি থাকে তার মধ্যে আবার টানা তিন দিনের ছুটি। 

ফলে সেতুতে যানবাহনের চাপ অন্য দিনের তুলনায় অনেক বেড়েছে। সেতুর টোল প্লাজা থেকে দুই কিলোমিটার এলাকাজুড়ে গাড়ির চাপ রয়েছে। তবে টোল আদায়ে কোনো ধরনের সমস্যা হচ্ছে না বলেও জানান তিনি।

টিএইচ

Link copied!