Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বালিয়াকান্দিতে মোটরসাইকেল উল্টে শিশুর মৃত্যু

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

ডিসেম্বর ২৩, ২০২২, ০৭:৩৫ পিএম


বালিয়াকান্দিতে মোটরসাইকেল উল্টে শিশুর মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বালি ভর্তি ট্রাফির সাইড দিয়ে যেতে গিয়ে উল্টে মোটরসাইকেল আরোহী সাঈদ (১০) নামে এক শিশু ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। সে বালিয়াকান্দি ইউনিয়নের শালকী গ্রামের বকুলের ছেলে।

এসময় মোটরসাইকেল চালক শালকী গ্রামের সাদেক আলীর ছেলে ইমরান (২০) আহত হয়েছে। তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বেলা ১টার সময় উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুঘর্টনা ঘটে।

প্রত্যক্ষদর্শী নজরুল খান ও আবু সাঈদ বলেন, বালি লোড করে ট্রাফি গাড়াকোলা বাজারের দিকে আসছিল। পিছে পিছে আসা মোটরসাইকেল গাড়াকোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে সাইড দিয়ে আগে যেতে গিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই শিশু সাঈদের মৃত্যু হয়। এসময় মোটরসাইকেল চালক ইমরানকে আহত অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালিয়াকান্দি থানার ওসি মোঃ আসাদুজ্জামান বলেন, বিষয়টি জানতে পেরে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। 

এআই

Link copied!