Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

এসএসসি

কুমিল্লা বোর্ডে ফল পুনঃনিরীক্ষণে পাস ১৫৫ জন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

ডিসেম্বর ২৪, ২০২২, ০৬:২৩ পিএম


কুমিল্লা বোর্ডে ফল পুনঃনিরীক্ষণে পাস ১৫৫ জন

চলতি বছরের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৩৫৬ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ১৫৫ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ লাভ করেছে ৩৭ জন।  

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, এ বছরের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ১২ হাজার ৩৮ জন শিক্ষার্থী ১৮ বিষয়ে ২৩ হাজার ১০৩ টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। এর মধ্যে ৩৫৬ জনের ফল পরিবর্তন হয়ে ৩৭ জন জিপিএ ৫ লাভ করে। এছাড়াও ১৫৫ জন ফেল থেকে পাশ করেন। বিভিন্ন বিভাগে মোট ১৬৪ জনের গ্রেড পরিবর্তন হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: জামাল নাছের বলেন, আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনঃনিরীক্ষণ নীতিমালা অনুযায়ী যাচাই বাচাই শেষে  ফলাফল প্রকাশিত হয়। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ২৬ ডিসেম্বর কলেজে  ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে। গত ২৮ নভেম্বর এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে পুনঃনিরীক্ষণ আবেদন গ্রহণ করা হয়।

কেএস 

Link copied!