Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বড়দিন উপলক্ষে মেহেরপুরে খ্রিস্টীয় পল্লীগুলোতে সাজ সাজ রব

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

ডিসেম্বর ২৪, ২০২২, ০৬:৩৪ পিএম


বড়দিন উপলক্ষে মেহেরপুরে খ্রিস্টীয় পল্লীগুলোতে সাজ সাজ রব

রাত পোহালেই বড়দিন। মেহেরপুর জেলার খ্রিস্টীয় পল্লীগুলোতে সাজ সাজ রব। সুসজ্জিত করা হয়েছে গীর্জাগুলো। নিজেদের ও বিশ্বের কল্যাণ কামনায় প্রার্থনা করবেন খ্রিস্টীয় সম্প্রদায়ের লোকজন।

খ্রিষ্টান পল্লীগুলো ঘুরে দেখা গেছে, মুজিবনগর উপজেলার ভবরপাড়া, বল্লভপুর, কেদারগঞ্জ এবং গাংনী উপজেলার নিত্যনন্দপুর,চৌগাছা, জুগিন্দা গ্রামের খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে তোলা হয়েছে স্টার, লাইটিংয়ে ভরা ক্রিসমাস ট্রি, বিভিন্ন স্থানে চলছে গোশালা তৈরির কাজ। গির্জাগুলোতে চলছে সুসজ্জিতের কাজ। সাজানো হচ্ছে নিজের ঘরবাড়ি। ২৪ ডিসেম্বর মধ্যরাত থেকে শুরু হবে বড়দিনের আনুষ্ঠানিকতা। মধ্যরাতে বড় ঘণ্টা বাজিয়ে প্রভু যীশুর ভোজ ও আলেলুইয়া গানের মাধ্যমে শুরু হবে প্রার্থনা। খ্রিষ্টান পল্লীগুলোতে তাই এখন সাজ সাজ রব। শিশু ও বড়দের জন্য কিনছেন নতুন নতুন পোশাক। বাড়িতে বাড়িতে তৈরি করা হবে মজাদার সব খাবার। নিজের ও পরিবারের কল্যাণ কামনায় প্রভু যীশুর কাছে প্রার্থনা করবেন তারা।

প্রতিটি ঘরে এখন সাজ সাজ রব। তৈরি হচ্ছে গোশালা। কারণ প্রার্থনা শেষে সকলে কীর্তন গানের মধ্য দিয়ে গোশালাগুলো পরিদর্শন করবেন সকলে। বাড়িতে বাড়িতে চলছে পিঠাপুলিসহ নানা ধরনের খাবর তৈরির কাজ। বড়দিন উপলক্ষে বল্লভপুর ও নিত্যানন্দনপুর মাঠে বসবে মেলা।

বল্লভপুর ইম্মানুয়েল চার্চের পুরোহিত দিনারির দিন মৃত্যুঞ্জয় মন্ডল জানান, বিশ্বের মঙ্গল ও কল্যাণ কামনায় প্রার্থনা করবেন খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা। পাপ থেকে নিজেকে মুক্তির জন্য চলবে যীশুর কাছে প্রার্থনা। এছাড়াও এবারের মূল প্রার্থনা হবে যুদ্ধ থেকে মুক্তির। কারণ ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বের আজ অস্থিতিশীল। তৈরি হয়েছে নানামুখী সমস্যা। এ সমস্যা দূর করতে ও করোনার যাতে আর হানা না দেয় সেই লক্ষে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন সকলে।

ধর্মীয় গুরুরা বলছেন, যেন জাতিতে জাতিতে কোন বিভেদ না থাকে ও যুদ্ধ বিগ্রহ বন্ধ হয় এ প্রার্থনা করা হবে প্রভু যীশুর কাছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক বলেন, নিরাপত্তা নিশ্চিত করনে পুশিশ মোতায়েন করা হয়েছে। আশা করি শান্তিপূর্ণ ভাবে শুভ বড় দিন উদযাপিত হবে।

এসএম

Link copied!