Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কিশোরগঞ্জে ব্যবসায়ীকে জিম্মি করে অর্থ আত্মসাত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিসেম্বর ২৪, ২০২২, ০৬:৪৯ পিএম


কিশোরগঞ্জে ব্যবসায়ীকে জিম্মি করে অর্থ আত্মসাত

কিশোরগঞ্জে ব্যবসায়ীকে জিম্মি করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। একই সাথে আরো অর্থ না দিলে প্রাণনাশের হুমকি দিচ্ছে অভিযুক্তরা। টাকা উদ্ধার ও জীবনের নিরাপত্তা চেয়ে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আসাদুজ্জামান খোকন। এ ঘটনায় অভিযুক্তরা হলেন শহরের খড়মপট্টি এলাকার মৃত মুখলেছুর রহমানের ছেলে বাদল রহমান (৫৮) ও শোলাকিয়া বাগপাড়া এলাকার মৃত সামছুজ্জামানের ছেলে ফারুকুজ্জামান (৪৫)।

জানা যায়, কিশোরগঞ্জে আওলাদ মেশিনারীজ ও ইন্ডাষ্ট্রিজে ১২ বছর ম্যানেজার পদে চাকরি করতেন অভিযুক্ত ফারুকুজ্জামান। এক পর্যায়ে চাকরি থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিয়ে অব্যাহতি নেন। ম্যানেজার পদে থাকা অবস্থায় কোম্পানীর লেনদেন ও হিসাব নিকাশের সমস্ত দায়িত্বে ছিলেন তিনি। সেই সুযোগে কোম্পানির চেয়ারম্যানের সাক্ষরকৃত চেক চুরি করে নিয়ে যায় ফারুক। পরবর্তীতে অভিযুক্ত বাদল রহমানকে সাথে নিয়ে আসাদুজ্জামান খোকনকে জিম্মি করার উদ্দেশ্যে চেকে এক কোটি পঞ্চাশ লাখ টাকার এমাউন্ট বসিয়ে ইসলামী ব্যাংক কিশোরগঞ্জ শাখা থেকে গত ১৬ জুন চেকটি ডিজঅনার করে গত ৭ ডিসেম্বর আইনি নোটিশ পাঠান। পরবর্তীতে ১২ ডিসেম্বর ২০ লাখ টাকায় বিষয়টি সমাধান হয়। এসময় ডিজঅনার হওয়া চেকটি খোকনকে ফেরত দেওয়া হয়।

এর রেশ কাটতে না কাটতেই পুনরায় একই চেকের সূত্র দিয়ে ১৫ ডিসেম্বর আবারো ১ কোটি টাকা দাবি করে উকিল নোটিশ পাঠান অভিযুক্তরা। এ বিষেয়ে ভুক্তভোগীর ছেলে অ্যাডভোকেট আল আমিন ইসলাম কথা বলতে বাদল রহমানের বাসায় গেলে আসাদুজ্জামান খোকনকে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে হুমকি প্রদান করেন। শুধু তাই নয় একই তারিখ রাতে একরামপুর খাদ্য গুদামের সামনে অভিযুক্তরা ব্যাবসায়ী খোকনের উপর অতর্কিত হামলা চালিয়ে আরও ৩০ লাখ টাকা অর্থ দাবি করে। একই সাথে ফারুকুজ্জামানের কাছে তার স্বাক্ষরযুক্ত আরো বেশ কয়েকটি চেক রয়েছে বলে জানান অভিযুক্তরা। বর্তমানে খোকনের ব্যবসায়ী প্রতিষ্ঠান আওলাদ মেশিনারীজে ৪১৫ জন কর্মচারী কর্মরত আছেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় অভিযোগ দিতে গেলে আদালতে মামলা করার পরার্মশ দেয় পুলিশ। গত ২১ ডিসেম্বর আদালতে মামলা দায়ের করা হলে বিচারক রাশেদুল আমিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি নথিভুক্ত করে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা দেন। বর্তমানে যে কোন সময় হত্যা করাসহ গুম হয়ে যাওয়ার আতংকে রয়েছে ভুক্তভোগী আসাদুজ্জামান খোকনসহ পরিবারের লোকজন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ চেম্বার অব কর্মাসের সভাপতি মজিবুর রহমান বেলাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

আদালতের নির্দেশের ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

কেএস 

Link copied!