Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মুজিবনগরে বিদ্যুৎপৃষ্টে ভ্যানচালকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

ডিসেম্বর ২৪, ২০২২, ০৮:৪১ পিএম


মুজিবনগরে বিদ্যুৎপৃষ্টে ভ্যানচালকের মৃত্যু

মেহেরপুরের মুজিবনগরে বিদ্যুৎপৃষ্টে মিরাজুল ইসলাম (১৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছ। শনিবার বিকেলে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মসজিদ পাড়ায় আশরাফুলের বসতবাড়ির ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত এ ঘটনা ঘটে।

মিরাজুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বয়রা গ্রামের মৃত নজরুল ইসলাম এর ছেলে।

স্থানীয়রা জানান, আনন্দবাস গ্রামের আশরাফুলের বসত বাড়ির ছাদে স্টিলের পাইপ উঠানোর সময় বৈদ্যুতিক মেইন তারের সাথে স্পর্শে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর হাসপাতালের নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসএম

Link copied!