Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বড়দিন উপলক্ষে

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২৫, ২০২২, ১২:০৯ পিএম


বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ আছে।

রোববার (২৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।

তিনি বলেন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রপ্তানি বন্ধ আছে আজ। সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আমদানি-রপ্তানির বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার অন্য দিনের মতো স্বাভাবিক আছে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শেখ এনাম হোসেন জানান, বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সোমবার থেকে আবার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

কেএস

Link copied!