নেত্রকোনা প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২২, ০৩:৪৯ পিএম
নেত্রকোনা প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২২, ০৩:৪৯ পিএম
নেত্রকোনার কলমাকান্দা থেকে অপহৃত এক কিশোরীকে ফেনী থেকে জীবিত উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
নেত্রকোনা পিবিআই`র পরিদর্শক অভিনন্দন দেব রোববার (২৫ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে শুক্রবার ওই কিশোরীকে ফেনী সদর থেকে উদ্ধারের পর শনিবার বিকালে তাকে পরিবারের হাতে বুঝিয়ে দেওয়া হয়।
পিবিআই সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর কলমাকান্দা নিজ বাড়ি থেকে নেত্রকোনা শহরের আসার পথে নিখোঁজ হয় ওই কিশোরী। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে কিশোরীর বাবা পরদিন কলমাকান্দা থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এক পর্যায়ে ওই জিডি তদন্তের দায়িত্ব পায় নেত্রকোনা পিবিআই। পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবিরের দিকনির্দেশনায় তথ্য প্রযুক্তির সাহায্যে ওই কিশোরীরর অবস্থান সনাক্ত করে এসআই বিপুল কুমার সাহার নেতৃতে অভিযান চালিয়ে ফেনী জেলা সদর থেকে তাকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
উদ্ধার কিশোরী জানায়, কলমাকান্দার কয়রা গ্রামের ফারহান নাদিম নামে এক যুবক সময়ই তাকে উত্যক্ত করতো। প্রেম নিবেদন করত, প্রস্তাব প্রত্যানখান করলে সে ক্ষিপ্ত হয়। এরই জেরে ১৬ ডিসেম্বর বাড়ি থেকে নেত্রকোনা যাওয়ার পথে ফারহান নাদিম তা রকয়েখজন বন্ধু মিলে ওই কিশোরীকে অপহরণ করে ফেনী নিয়ে যায়।
পরিদর্শক অভিনন্দন দেব জানান, এ ঘটনায় কলমাকান্দা থানায় অপহরণ মামলা হয়েছে। এদিকে অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
কেএস