Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

দেওয়ান সাদ ইনস্টিটিউটের এক যুগ পূর্তি উপলক্ষে পূর্ণমিলনী উৎসব

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

ডিসেম্বর ২৫, ২০২২, ০৩:৫৭ পিএম


দেওয়ান সাদ ইনস্টিটিউটের এক যুগ পূর্তি উপলক্ষে পূর্ণমিলনী উৎসব

বেকার যুবক ও যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, স্বাবলম্বী ও আত্মকর্মী হিসেবে গড়ে তুলার লক্ষে প্রতিষ্ঠিত নরসিংদীর পলাশে দেওয়ান সাদ ইনস্টিটিউট অব কম্পিউটার টেকনোলজি প্রতিষ্ঠানের এক যুগ পূর্তি উপলক্ষে পূর্ণমিলনী উৎসব, কেক কেটে বর্ষপূর্তি উদযাপন, গাছের চারা বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার চরসিন্দুর বাজারের পোটন খান শপিং কমপ্লেক্সে অত্র প্রতিষ্ঠানের ৩য় ও ৪ র্থ তলায় প্রতিষ্ঠানের পরিচালক দেওয়ান মোহাম্মদ আক্রাম হোসেনের তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি (বিসিডস) পরিচালক ও প্রশাসন শাহ্ ছাঈদুর রহমান। অনুষ্ঠানে সভাপতি ছিলেন, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি  (বিসিডস) পরিচালক অর্থ ইকবাল হাসান শামীম,
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,অত্র ইউনিয়নের সাবেক সদস্য আলমগীর গাজী, পরিচালনায় ছিলেন, মোমেন শেখ। 

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক দেওয়ান মোহাম্মদ আক্রাম হোসেন বলেন, বেকার যুবক ও যুবতীদের  প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, স্বাবলম্বী ও আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ দিচ্ছে দেওয়ান সাদ ইনস্টিটিউট অব কম্পিউটার টেকনোলজি। এ পর্যন্ত ১২৭৫ জন ছেলে-মেয়ে অত্র প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছে। তাদের মধ্যে অনেকে দেশ ও বিদেশে বিভিন্ন পেশার সাথে যুক্ত থেকে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলছেন।

উল্লেখ্য, প্রশিক্ষণপ্রাপ্তরা সরকার অনুমোদিত সনদপত্র পাচ্ছেন। যার ফলে গ্রামের অবহেলিত যুবসমাজের বেকার সমস্যা দূরসহ প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।

কেএস 
 

Link copied!