Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পূবাইলে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন পালন

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

ডিসেম্বর ২৫, ২০২২, ০৪:৪৮ পিএম


পূবাইলে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন পালন

নানা আয়োজনের মধ্যদিয়ে পূবাইলে নৈপাড়া ও হারবাইদ এলাকায় উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন করছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা।

রোববার (২৫ ডিসেম্বর) দিনের প্রথম প্রহরে মহা খ্রীস্টালয় খ্রিস্টান সম্প্রদায়ের প্রার্থনা, গোয়াল ঘরে যীশুকে স্থাপন, প্রার্থনা কীর্তন প্রতিযোগিতার সংগীতসহ নানা আয়োজনে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ ভাদুন মেষপালক গির্জায় অংশ নেয়।

সকাল ৭টায় যীশু খ্রিস্টের জন্মোৎসবের জন্য অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। পরে বিশেষ অতিথিদের উপস্থিতিতে কীর্তন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ভাদুন ক্রেডিট ইউনিয়ন সমিতির চেয়ারম্যান রঞ্জিত পালমা এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোমেন মিয়া কাউন্সিলর ৪১নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। ভাদুন মিশনের ভাইস-চেয়ারম্যান ও ডিএমসিসি এইচ এস লিমিটেড এর পরিচালক সুজয় পিউরিফিকেশন। সাবেক ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর বজলুর রহমান বাছির। ভাদুন মিশনের সাধারণ সম্পাদক পবিত্র এড কস্তা।ভাদুন ক্রেডিট সমিতির চেয়ারম্যান প্রশান্ত পিউরিফিকেশন।

প্রার্থনায় উপস্থিত ভক্তরা জানান, যীশু খ্রিস্টের জন্ম দিনে তারা সবাই আনন্দঘন পরিবেশে গীর্জায় এসে প্রার্থনায় যোগ দিয়েছেন।

প্রতি বছর তারা এ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন।

কেএস 

Link copied!