Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভালুকা প্রেস ক্লাবের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ডিসেম্বর ২৫, ২০২২, ০৫:০৯ পিএম


ভালুকা প্রেস ক্লাবের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঐতিহ্যবাহী ভালুকা প্রেস ক্লাবের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যা‍লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) সকালে র‌্যালিটি প্রেস ক্লাব থেকে বের হয়ে উপজেলা হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

ভালুকা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামালের সভাপতিত্বে, সাংবাদিক আওলাদ হোসেন রুবেলের সঞ্চালনায় ‘সমৃদ্ধ ভালুকা বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম শাজাহান সেলিম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, সহ সভাপতি এম এ সামাদ, দপ্তর সম্পাদক আবুল বাশার শেখ, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম রফিক, হাদিকুর রহমান হাদিস, এস এম জামানসহ সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়া ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা এম এ সবুর।

আলোচনা শেষে ৪৩ পাউন্ডের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শেষে প্রেসক্লাব পরিবারের সদস্যদের এস এস সি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি ছাত্র ছাত্রীদের মাঝে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

এসএম

Link copied!