শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২২, ০৫:১৮ পিএম
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২২, ০৫:১৮ পিএম
শ্রীমঙ্গলে বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের ৫৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে রোববার দুপুরে বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি মো. জাকারিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তালুকদার মো. আমিনুর রহমান এর পরিচালনায় ওই সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, তাহসিন আহমেদ চৌধুরী কনভেনর, লেবার হেলথ এন্ড সাব কমিটি বাংলাদেশীয় চা সংসদ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত,মৌলভীবাজার জেলা পরিষদের মহিলা সদস্য হেলেনা চৌধুরী,বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুব রেজা,পুলক রঞ্জন ধর সভাপতি বিএফটিইউপি, আসাদ হোসেন মক্কু সভাপতি মৌলভীবাজার জেলা শ্রমিক লীগ, আক্তার হোসেন ভূঁইয়া মিন্টু, আলমগীর চৌধুরী এজিএস প্রমুখ।
সাধারণ সভায় সংগঠনের বিদায়ী কোষাধ্যক্ষ ও বর্তমান সাধারণ সম্পাদক তালুকদার মো. আমিনুর রহমান আমিন ২০২২ অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব দেন। এতে সংগঠনের গত অর্থ বছরে সংগঠনের ৬০ লক্ষ ৩৮ হাজার ৪৯৮ টাকা উদ্বৃত্ত রেখে ১ কোটি ১৩ লক্ষ ১ হাজার ১২০ টাকা আয় ও ৭১ লক্ষ ৫ হাজার টাকা ব্যয় দেখানো হয়। নব নির্বাচিত কোষাধ্যক্ষ সুরঞ্জিত দাশ ২০২৩ সালের বাজেট পেশ করেন। এসময় টি স্টাফ এসোসিয়েশনের কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়।
এ সময় দেশের ১৬৭ চা বাগানের সহস্রাধিক স্টাফ ও বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
এসএম