নেত্রকোনা প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২২, ০৬:৩৫ পিএম
নেত্রকোনা প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২২, ০৬:৩৫ পিএম
নেত্রকোনার পূর্বধলায় বাইঞ্জা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১৭টি ল্যাপটপ চুরি হয়ে গেছে।
শনিবার (২৪ ডিসেম্বর) রাতে ওই বিদ্যালয়ের তিন তলায় থাকা শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ল্যাপটপ চুরির এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইয়ার হোসেন মাষ্টার রোববার এ তথ্য নিশ্চিত করে জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় বিদ্যালয়ে জরুরি সভা করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাধারন ডায়েরি (জিডি) করা হবে।
প্রধান শিক্ষক রৌফরুল ইসলাম জানান, বিদ্যালয়ের নৈশ্য প্রহরী সবুজ মিয়াকে জিজ্ঞাসাবাদে জানতে পারি শনিবার রাতে দায়িত্ব পালন করতে গিয়ে অফিস কক্ষে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সেই সুযোগে এ চুরির ঘটনা ঘটে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পূর্বধলা থানা পুলিশকে মৌখিক ভাবে জানানো হয়েছে।
এ ঘটনায় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, বতর্মানে শিক্ষা প্রতিষ্ঠানে শীতকালীন ছুটি চলছে। শিক্ষা প্রতিষ্ঠানে চুরি প্রতিরোধে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাধ্যমে নৈশ্যপ্রহরীদের প্রতিদিন উপস্থিতি নিশ্চিতের মাধ্যমে অধিকতর সতর্ক থাকতে বলা হয়েছে।
রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্স স্কুলটি পরিদর্শন করেছেন। এ সময় তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৭টি ল্যাপটপ চুরি হয়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি অবহিত করা হয়েছে। পাশাপাশি পুলিশকে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলা হয়েছে।
পূর্বধলা থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কেএস