Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নড়াইলে গরু চোর সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত

নড়াইল প্রতিনিধি

নড়াইল প্রতিনিধি

ডিসেম্বর ২৬, ২০২২, ১২:৪৯ পিএম


নড়াইলে গরু চোর সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত

নড়াইল সদর উপজেলায় গরু চোর সন্দেহে বিক্ষুদ্ধ জনতার হাতে গণপিটুনিতে দুইজনের মৃত্যু হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) গভীর রাতে নড়াইল পৌরসভার বিজয়পুর কাড়ার বিলে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে নড়াইল সদর থানার পুলিশ  সোমবার (২৬ ডিসেম্বর) সকালে গিয়ে মরদেহ উদ্ধার করে থানা নেয়।

অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।

পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মো. আসাদুল শেখ। পিতা মো. গফুর শেখ ও মাতা আরোফা বেগম। ঠিকানা দেওয়া আছে, গ্রাম- জাড়িয়া বারুইডাঙ্গা, ডাকঘর-লখপুর-৯২৪১, ফকির হাট, বাগেরহাট।

পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি নড়াইলের বিভিন্ন স্থানে গরু চুরি হচ্ছিল। এ জন্য বিভিন্ন এলাকায় স্থানীয়রা পালাক্রমে রাত জেগে পাহারা দিয়ে আসছিলেন। রোববার গভীর রাতে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বীড় গ্রামের রেবু বিশ্বাসের বাড়িতে ৫-৬ জনের একটি দল চুরির উদ্ধেশ্যে যান। এসময় বাছুরের ডাকে রেবু বিশ্বাস ও তার স্ত্রীর বিষয়টি বুঝতে পেরে চিৎকার দিলে আশেপাশের লোকজন তাৎক্ষনিক ছুটে এসে তাদের ধাওয়া করেন।

পরে তারা পালানোর চেষ্টাকালে বিক্ষুদ্ধ জনতা নড়াইল-গোবরা-ফুলতলা সড়কের উজিরপুর পল্লীবিদ্যুতের উপকেন্দ্রের পূর্বপাশে একজনকে ধরে ফেলেন। অন্যজনকে অদুরেই বিজয়পুর কাড়ার বিলের মধ্যে ধরেন। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হন। উপস্থিত জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

এআই 

Link copied!