Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫,

এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে গড়ে উঠেছে থ্রি হুইলার স্ট্যান্ড

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

ডিসেম্বর ২৬, ২০২২, ০২:১২ পিএম


এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে গড়ে উঠেছে থ্রি হুইলার স্ট্যান্ড

শিবচরের পাঁচ্চর-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কের উপর গড়ে উঠেছে থ্রি হুইলার স্ট্যান্ড। পাঁচ্চর থেকে ভাঙ্গাগামী এক্সপ্রেসওয়ের যাত্রীছাউনির পাশে এক লেনের সংযোগ সড়কের উপর ইজিবাইক, ব্যাটারি চালিত ভ্যান, মাহিন্দ্রা, সিএনজি সড়কে থামিয়ে রেখে যাত্রী উঠাচ্ছে-নামাচ্ছে। এতে করে সংযোগ সড়কের ওই জায়গাটুকুতে সারাদিনই লেগে থাকে গাড়ির জটলা। ঝুঁকি নিয়ে চলতে হয় যানবাহন।

জানা গেছে, ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী যেকোন পরিবহনের যাত্রীদের শিবচরের পাঁচ্চরে নামাতে যাত্রীছাউনিতে থামে পরিবহনগুলো। যাত্রীদের ভিড় থাকায় যাত্রীছাউনির পাশের একলেনের সংযোগ সড়কের উপরই গড়ে উঠেছে থ্রি-হুইলার স্ট্যান্ড। সড়কের দুইপাশ জুড়েই সারিবদ্ধ ভাবে ইজিবাইক, মাহিন্দ্রা থামিয়ে রাখছে। সিরিয়াল মতো ইজিবাইকে যাত্রী উঠাচ্ছে। সড়কের উপর থেকে এভাবে যত্রতত্র গাড়ি থামানো, গাড়ি রেখে যাত্রী উঠা-নামা করানোর ফলে যে কোন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে জানায় চালকেরা। তাছাড়া সড়কের উপর সারাক্ষণ গাড়ির জটলা থাকায় বিপাকে পড়তে হয় সাধারণ চালকদের।

সরজমিনে দেখা গেছে, উপজেলার পাঁচ্চর এলাকার এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনের যাত্রী ছাউনির পাশে সংযোগ সড়কে অসংখ্য ইজিবাইক যাত্রীর জন্য রাখা আছে। বাস থেকে যাত্রী নামলেই হাঁকডাক শুরু হয় ইজিবাইক চালকদের।

ব্যাটারিচালিত ইজিবাইকের পাশাপাশি থ্রি হুইলার মাহিন্দ্রা, সিএনজি এবং ভ্যান গাড়িও রয়েছে। এখান থেকে শিবচর, সূর্যনগর, মাদবরেরচরসহ স্বল্প দূরত্বের যাত্রীরা এসকল গাড়িতে করে বাড়িতে পৌছায়।

জানতে চাইলে আবুল হোসেন নামের এক ইজিবাইক চালক জানান, সাধারণত বাস যেখানে থামে সেখানেই স্ট্যান্ড তৈরি হয়। যাত্রীদের আনাগোনা থাকে। এখানে বাস থেকে নেমেই যাত্রীরা ইজিবাইকসহ যেকোন গাড়িতে উঠে বাড়ি যেতে পারে। আশেপাশে কোন ইজিবাইক স্ট্যান্ড না থাকায় রাস্তার উপরই এখন স্ট্যান্ড হয়ে গেছে। আমরা এখানে এলেই ঢাকা থেকে আসা যাত্রী পাই।

রাস্তার উপর যত্রতত্র ইজিবাইক থাকায় অন্যান্য গাড়ি চলতে কিছুটা সমস্যা হয় স্বীকার করে তিনি। তিনি আরও জানান, ‍‍`সংযোগ সড়ক দিয়ে স্থানীয় বিভিন্ন রুটের ছোট গাড়ি চলাচল করে। এখানে ইজিবাইক না থাকলে যাত্রীদের অনেকক্ষণ হেঁটে পাঁচ্চর গিয়ে গাড়িতে উঠতে হতো।‍‍`

স্থানীয়রা জানান, ‘পাঁচ্চরের এই যাত্রী ছাউনিতে ঢাকা থেকে আসা বাস থামে, যাত্রী নামায়। ফলে এখানে রাস্তার উপরই গাড়ির স্ট্যান্ড গড়ে উঠেছে। সারাদিন গাড়ির জটলা লেগেই থাকে। সংযোগ সড়ক দিয়ে চলাচলরত অন্যান্য যানবাহনের চলাচল এখানে ব্যাহত হয়। নানা সময়ে ছোটখাটো দুর্ঘটনাও ঘটে এখানে।’

এদিকে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনের কাছেই আলাদাভাবে ইজিবাইক স্ট্যান্ড থাকলেও বেশির ভাগ ইজিবাইক ওইস্ট্যান্ড ব্যবহার না করে সংযোগ সড়কে বাসে যাত্রী উঠা-নামার স্থানেই ভিড় করে বলে জানা গেছে। তবে হাইওয়ে পুলিশ মাঝে মধ্যেই সড়ক থেকে ইজিবাইক সরিয়ে দিলেও পুলিশ চলে গেলে ফের সড়কেই ভিড় করে ইজিবাইকসহ থ্রি-হুইলার।

শিবচর হাইওয়ে থানার (ওসি) আবু নাইম মো. মোফাজ্জল হক বলেন, এ সকল ইজিবাইক, অটোভ্যান, সিএনজি, মাহেন্দ্র যাতে রাস্তায় দাঁড়িয়ে থেকে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটাতে না পারে সেজন্য আমাদের অভিযান অব্যাহত আছে। প্রতিদিন পাঁচ্চরে সড়কে একজন অফিসার ও ২ জন পুলিশ সদস্যের ডিউটি।

এসএম

Link copied!