Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

কক্সবাজার সৈকতে গোসলে নেমে প্রাণ গেল পর্যটকের

সফিউল আলম, কক্সবাজার

সফিউল আলম, কক্সবাজার

ডিসেম্বর ২৬, ২০২২, ০২:৪৯ পিএম


কক্সবাজার সৈকতে গোসলে নেমে প্রাণ গেল পর্যটকের
ফাইল ছবি

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে ইকবাল হোসেন (৫২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় সৈকত থেকে মুর্মুষাবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইকবাল হোসেন গাজীপুর জেলার টঙ্গি এলাকার মিন্নাত আলীর ছেলে।

নিহতের কন্যা সিরাজুল মনিরা জানিয়েছেন, ভাই-বোন, পিতা সহ কক্সবাজারে ভ্রমণে এসেছেন তারা। সৈকতে গোসলে নেমে হঠাৎ পড়ে যান তার পিতা। লাইফ গার্ড কর্মীরা উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করা হয়।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের সহকারি পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সৈকতে স্বপরিবারে ভ্রমণে এসে গোসলে নামলে পড়ে যান এই ব্যক্তি। লাইফ গার্ড কর্মীরা তাকে উদ্ধার কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আশেকুর রহমান জানিয়েছেন, কক্সবাজার পৌঁছার আগেই এ পর্যটকের মৃত্যু হয়েছে। মৃতদেহ মর্গে রাখা আসে।

এআই

Link copied!