Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

কলাপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

ডিসেম্বর ২৬, ২০২২, ০৭:২৬ পিএম


কলাপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকের মৃত্যু

ঘন কুয়াশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় সাইফুল ইসলাম (২৩) নামের এক পর্যটক যুবকের মৃত্যু হয়েছে। এসময় তার সাথে থাকা অনুপ মন্ডল নামের অপর এক যুবক গুরুতর আহত হয়।

রবিবার রাত ১০ টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর মডেল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তারা মোটরসাইকেল যোগে কুয়াকাটা যাচ্ছিল। পথিমধ্যে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক সুরক্ষা পিলারে ধাক্কা লাগে। এতে দু’জনেই মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। মৃত সাইফুল গৌরনদী থানার বাটাজোড় গ্রামের বাসিন্দা মো. হানিফ শরীফের ছেলে বলে জানা গেছে।

কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। তাই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এসএম

Link copied!