Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

রাস্তায় বিদ্যালয়ের নলকূপ স্থাপন

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

ডিসেম্বর ২৬, ২০২২, ০৭:৩০ পিএম


রাস্তায় বিদ্যালয়ের নলকূপ স্থাপন

ধনবাড়ীতে রাস্তায় বিদ্যালয়ের গভীর নলকূপ স্থাপনের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। রাস্তায় নলকূপ স্থাপনের ফলে এলাকাবাসী ক্ষুদ্ধ। উপজেলার বানিয়াজান ইউনিয়নের বানিয়াজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এ অভিযোগ।

এলাকাবাসীর অভিযোগ ও সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, বানিয়াজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্থায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বরাদ্দপ্রাপ্ত একটি গভীর নলকূপ স্থাপন করা হচ্ছে। রাস্তার ইটের সলিং ওঠিয়ে এবং চলাচলে বিঘ্নতা ঘটিয়ে নলকূপ স্থাপনে কাজ করছেন শ্রমিকরা। এছাড়াও শিক্ষার্থীদের ব্যবহারের টয়লেটি অনুপোযগী এবং খুবই নোংরা পরিবশের। এতে করে শিক্ষার্থীরা স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবহার করতে পারছে না।

রাস্তায় নলকূপ স্থাপনের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ‘নলকূপটি বিদ্যালয়ের সামনে একাধিকবার স্থাপন করা হয়েছিল। পানির লেয়ার ঠিকভাবে না পাওয়ায় বিদ্যালয়ের সভাপতি আরিফুল ইসলামের নির্দেশে রাস্তায় স্থাপন করা হচ্ছে।’

বিদ্যালয়ের সভাপতি আরিফুল ইসলাম ওরফে টগর বলেন, ‘রাস্তাটি বিদ্যালয়ের জায়গায়। তবে রাস্তা থেকে কয়েকটি ইট ওঠিয়ে নলকূপ স্থাপনের কাজ করা হচ্ছে।’

কেএস 

Link copied!