Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সালথায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

ডিসেম্বর ২৬, ২০২২, ০৭:৩৪ পিএম


সালথায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলায় ৬‍‍`শ ৪৮পিচ ইয়াবাসহ মিরাজ শেখ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপরে ফরিদপুরের আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে রোববার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার  কাজীর বল্লভদী থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থেকে ৬৪৮ পিচ ইয়াবাসহ জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) ভাস্কর কুন্ডু বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং: ১৮।

কেএস 

Link copied!