মদন (নেত্রকোনা) প্রতিনিধি
ডিসেম্বর ২৭, ২০২২, ০৩:০৯ পিএম
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
ডিসেম্বর ২৭, ২০২২, ০৩:০৯ পিএম
নেত্রকোনার মদনে জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলছে। এরই মাঝে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাজাদ মিয়া (৩২) নামে এক ব্যক্তি খুন হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাখনা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। নিহত সাজাদ মিয়া ওই গ্রামের মানিক মিয়ার ছেলে। এ ঘটনা আহত আব্দুল মজিদকে আটক করা হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৪ জন।
আহতরা হলেন- মানিক (৬৫) সুজাত (২৭) রহমত (৬১) তাদেরকে মদন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাখনা গ্রামের মানিক মিয়ার সাথে জমি নিয়ে পার্শ্ববর্তী মজিদ মিয়ার দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মজিদের লোকজন উত্তেজিত হয়ে সাজাদ মিয়াকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। পরে মুমুর্ষ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) তাওহীদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আব্দুল মজিদ নামে একজনকে আটক করা হয়েছে।
কেএস