Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা প্রতিনিধি

ডিসেম্বর ২৭, ২০২২, ০৩:১৩ পিএম


৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জ থেকে ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামি মিরন তালুকদারকে (৫০) গ্রেপ্তার করেছে নেত্রকোনা মডেল থানার পুলিশ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে সোমবার বিকেলে তাকে সুনামগঞ্জের ছাতক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মিরন তালুকদার নেত্রকোনা জেলার সদর উপজেলার বলাইনগুয়া গ্রামের মৃত. আনোয়ার আলীর ছেলে।

নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, অর্থ ঋণ সংক্রান্ত চারটি মামলায় মিরন তালুকদারকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। সেইসাথে ৪০ লাখ টাকার বেশি জরিমানা করা হয়। এছাড়া আরও দুটি মামলায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সাজা এড়াতে দীর্ঘদিন যাবত মিরন সুনামগঞ্জের ছাতক এলাকায় পালিয়ে ছিলেন। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার এসআই হাসিবুল হাসানের নেতৃত্বে ছাতক এলাকায় টানা দুইদিন অভিযান চালিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা বলেন, দুপুরে মিরনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কেএস 

Link copied!