Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সময় শেষ হলেও চলছে ভোট গ্রহণ

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২৭, ২০২২, ০৬:১০ পিএম


সময় শেষ হলেও চলছে ভোট গ্রহণ

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ সকাল সাড়ে ৮টা থেকে বিরতিহীনভাবে সাড়ে ৪টা পর্যন্ত চলার পরও শত শত ভোটার বিভিন্ন কেন্দ্রে অবস্থান করছেন। কয়েক ঘণ্টা অপেক্ষা করেও নির্দিষ্ট সময়ে ভোট দিতে না পারায় ক্ষুব্ধ তারা।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, ‘ভোট গ্রহণ চলমান রয়েছে। কেন্দ্রে ভোটাররা থাকলে ভোট গ্রহণ করা হবে।’

অনেক ভোটারের অভিযোগ, দুপুরের পর কেন্দ্রে আসার পর বিকাল সাড়ে ৪টায়ও তারা ভোট দিতে পারেননি।

মূলত ইভিএম মেশিনে আঙ্গুলের ছাপ না মেলা, ভোট দিতে সময় নেয়া, ইভিএম মেশিনে ভোট দিতে ভোটারদের অনভ্যস্ততার জন্য এমন হয়েছে বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

এদিকে কমিশন থেকে বলা হচ্ছে ভোটাররা যতক্ষণ কেন্দ্রে থাকবেন ততক্ষণ ভোট গ্রহণ করা হবে।

রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, ‘ভোট গ্রহণ চলমান রয়েছে। কেন্দ্রে ভোটাররা থাকলে ভোট গ্রহণ করা হবে।’

২৪ হাজারী কেন্দ্রের প্রিজাইটিং কর্মকর্তা কানজেউর রহমান বলেন, ‘যারা ইভিএম সম্পর্কে জানে তাদের ভোট দিতে দুই-তিন মিনিট লাগছে। কিন্তু যারা জানে না তাদের ১৫ মিনিট লাগছে। মূলত ভোট দিতে দেরি হওয়ায় এই সমস্যা।’

এবি
 

Link copied!