Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

দুপচাঁচিয়ায় পূবালী ব্যাংকের ৪৯৩ তম শাখার উদ্বোধন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

ডিসেম্বর ২৭, ২০২২, ০৭:১০ পিএম


দুপচাঁচিয়ায় পূবালী ব্যাংকের ৪৯৩ তম শাখার উদ্বোধন

দুপচাঁচিয়া উপজেলা ঊষা প্লাজায় পূবালী ব্যাংক লিমিটেড’র ৪৯৩ তম শাখার ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন কার হয়। মঙ্গলবার সকালে ব্যাংকের বগুড়া অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ বেল্লাল হোসেন শাখা উদ্বোধন করেন।

এ উপলক্ষে শাখা চত্বরেই শাখা ব্যবস্থাপক এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, ব্যাংকের বগুড়া অঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এএসএম রায়হান শামীম, ছালামুজ্জামান, সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক এএসএম মনোয়ার হোসেন, বনিক সমিতির সভাপতি শামছুদ্দিন আহম্মেদ, ঊষা কমপ্লেক্সের স্বত্বাধিকারী দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, এড. উৎপল কুমার বাগচি (এপিপি), ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রাজ্জাক, স্থানীয় কাউন্সিলর ইউনুস আলী মহলদার মানিক প্রমুখ।

সমগ্র সভাটি পরিচালনা করেন, ব্যাংক কর্মকর্তা শামসুল আবেদীন।

এসএম

Link copied!