Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫,

এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

বাঘাইছড়ি প্রতিনিধি

বাঘাইছড়ি প্রতিনিধি

ডিসেম্বর ২৮, ২০২২, ০৯:৪২ এএম


এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

বাঘাইছড়ি উপজেলা প্রশাসন কতৃক পরিচালিত এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজ এর ২০২২ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাহী অফিসার ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি রুমানা আক্তার এর সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন।

বিশেষ অতিথিরা ছিলেন-বাঘাইছড়ি প্রেস ক্লাব সভাপতি দীলিপ কুমার দাশ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন ও সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন ও পৌরসভার  সাবেক প্রশাসক নিজাম উদ্দিন বাবু সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

সমাবেশে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক লিটন দত্তের সঞ্চালনায় স্বাগত বক্তব‍্য রাখেন প্রধান শিক্ষক ইয়াছমিন আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র জমির হোসেন বলেন, পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে এই প্রতিষ্ঠান সুনামের সাথে পরিচালিত হচ্ছে এবং অভিভাবক সমাবেশ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান সম্পর্কে প্রশংসা করেন। একইসাথে স্কুলের  উন্নয়নে সার্বিক সহোযোগীতার আশ্বাস প্রদান করেন।

সভাপতির বক্তব্যে রুমানা আক্তার সমাবেশে উপস্থিত সকল অতিথি ও অভিভাবকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ফলাফলের বিষয়ে শিক্ষকদের অবদান তুলে ধরেন। সুশীল সমাজের সকলকে স্কুলের উন্নয়নের ব্যপারে ভুমিকা রাখার জন্য আহবান জানান।

সমাবেশে শেষে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা সহ মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে অতিথিগণ পুরষ্কার বিতরণ করেন।

এআই

Link copied!