Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রংপুর সিটি নির্বাচন : ২৬ নম্বর ওয়ার্ডে আবার ভোট

রংপুর ব্যুরো

রংপুর ব্যুরো

ডিসেম্বর ২৮, ২০২২, ০১:১৮ পিএম


রংপুর সিটি নির্বাচন : ২৬ নম্বর ওয়ার্ডে আবার ভোট

রংপুর সিটি করপোরেশনের (রসিক) ২৬ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ওয়ার্ডে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় এ নির্দেশনা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন। বুধবার (২৮ ডিসেম্বর) সহকারী রিটার্নিং কর্মকর্তা শোয়েব সিদ্দিকী বিষয়টি গণমাধ্যমকে জানান।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোটগ্রহণ শেষে মধ্যরাতে ফলাফল ঘোষণা করা হয়। এতে ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে মো. শাহাজাদা আরমান ঠেলাগাড়ি প্রতীকে ও সাইফুল ইসলাম ফুলু ঘুড়ি প্রতীকে ৩ হাজার ১৯৭ ভোট পেয়েছেন। এছাড়া এম. এ রাজ্জাক মণ্ডল লাটিম প্রতীকে এক হাজার ৮৯২ ভোট পান।

রবার্টসনগঞ্জ, বাবুপাড়া, হেলাল জুট প্রেস, আদর্শপাড়া, রেলওয়ে পূর্ব গেট, নূরপুর, মহাদেবপুর, ঠিকাদারপাড়া ও জেএনসি রোড নিয়ে ২৬ নম্বর ওয়ার্ড গঠিত। ওই ওয়ার্ডে মোট ভোটার ১৩ হাজার ৬১৬ জন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা শোয়েব সিদ্দিকী বলেন, তিনজন প্রার্থীর মধ্যে ২ জন সমান ভোট পাওয়ায় ২৬ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে কবে নাগাদ এই নির্বাচন আয়োজনে করা হবে, তা এখনো নিশ্চিত হয়নি।

এবার মেয়রপদে ৯ জনসহ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২৬০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৩০ নম্বর ওয়ার্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ২২৯ কেন্দ্রে ইভিএমে ভোট দেন ভোটাররা। এতে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৭৯ হাজার ৯৩৬ এবং বাতিল ভোট ১ হাজার ৩৬টি। মোট ভোট পড়েছে ২ লাখ ৮০ হাজার ৯৭২টি, যা মোট ভোটের ৬৫ দশমিক ৮৮ শতাংশ।

এসএম

Link copied!