বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ২৮, ২০২২, ০৪:২১ পিএম
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ২৮, ২০২২, ০৪:২১ পিএম
শীতকালীন প্রশিক্ষণ ২০২২-২৩ উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বাহুবলে স্থানীয় জনসাধারণকে ফ্রি চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে উপজেলার পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্প বসিয়ে এ ফ্রি চিকিৎসা দেয়া হয়।
উক্ত চিকিৎসা সহায়তা প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান, এনডিসি, পিএসসি কমান্ডার (৩৬০ ব্রিগেড), লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মাসুম, এফসিপিএস, এমসিপিএস, ডিও অধিনায়ক (৭৫ ফিল্ড এ্যাম্বুলেন্স)সহ বিভিন্ন সেনা কর্মকর্তা ও শতাধিক সেনা সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় অর্থোপেডিক্স, মেডিসিন, গাইনী ও চক্ষুসহ বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ বিভিন্ন রোগের প্রায় সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সহায়তা প্রদান করেন এবং বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করেন।
কেএস