Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

ডিসেম্বর ২৮, ২০২২, ০৬:০৪ পিএম


রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

রাজবাড়ী বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে সাজিদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের নিজাম শেখের ছেলে।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকালে ঘর থেকে বের হয়ে দাদির রান্না ঘরে ঢুকে বৈদ্যুতিক তার নিয়ে খেলা করছিল। এসময় তার ছিড়ে হাতে জড়িয়ে যায়। পরে তার দাদি দেখতে পেয়ে বৈদ্যুতিক লাইন বন্ধ করে দেয়। দ্রুত তাকে উদ্ধার করে মধুখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএস

Link copied!