Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কেন্দুয়ায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

ডিসেম্বর ২৯, ২০২২, ০২:২২ পিএম


কেন্দুয়ায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ টায় ডিসেম্বর ২০২২ এর মাসিক আইন শৃংখলা সভা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।

সভার শুরুতে কেন্দুয়া আইন শৃংখলা কমিটির সদস্য সচিব কেন্দুয়া থানা পুলিশ ইন্সপেক্টর (ওসি) মো. আলী হোসেন পিপিএম স্বাগত বক্তব্যে নভেম্বর  মাসের আইন শৃংখলা চিত্র তুলে ধরেন এবং সকলের কাছে বিনীত অনুরোধ রেখে বলনে, বিগত দিনের মতো আগামী মাসেও আপনারা আপনাদের  সহযোগিতা হাত প্রসারিত করবেন।

আইন শৃংখলা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূইয়া, কেন্দুয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. বজলুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান, মো. আজিজুল ইসলাম, মো. জাকির আলম ভূঁইয়া, মো. লুৎফর রহমান, মো. সারোয়ার জাহান কাওসার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ভূঁইয়া, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন প্রমূখ।

উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, 
স্থানীয় চেয়ারম্যান মো. আব্দুস ছালাম বাঙ্গালী, মো. কামরুজ্জামান খান সোহাগ, কেন্দুয়া পল্লী  বিদ্যুৎ এর ডিজিএম, মো. মুজিবুর রহমান, কেন্দুয়া ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. হাবিবুর রহমানসহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ সুধীজন।

কেএস 

Link copied!