Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কক্সবাজারে ১৯১টি চোরাই মোবাইলসহ আটক ৩

সফিউল আলম, কক্সবাজার

সফিউল আলম, কক্সবাজার

ডিসেম্বর ২৯, ২০২২, ০৪:৫৯ পিএম


কক্সবাজারে ১৯১টি চোরাই মোবাইলসহ আটক ৩

কক্সবাজারের চকরিয়ায় একটি মার্কেটের ৩টি দোকান থেকে ১৯১টি চোরাই মোবাইল সেট সহ ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৮ ডিসেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করা হলেও বিস্তারিত জানিয়ে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আটকরা হলেন, চকরিয়ার ফাঁসিয়াখালীর মৃত রাজা মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩০), তার ভাই শহিদুল ইসলাম (১৯), চকরিয়ার বরইতলী এলাকার শাহজাহানের ছেলে আবু তাহের (২০)।

এদের মালিকাধিন লাইভ টেলিকম-১, ২, ৩ নামক দোকান থেকে ১৯১ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ২৯ লাখ টাকা।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) অলক বিশ্বাস জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই করা মোবাইল সেট মজুদ করা হয় এই তিনটি দোকানে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর এ অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার হওয়ার ১৯১টি মোবাইল সেটের বেশিভাগ আইএমইআই নম্বর পরিবর্তন করা হয়েছে। আটকরা স্বীকার করেছেন সারাদেশে তাদের নির্ধারত লোকজন রয়েছে। যারা চোরাই সেট এনে দেন। এসব সেট কম মূল্যে ক্রয় করে আইএমইআই নম্বর পরিবর্তন করে বাজারে বিক্রি করেন তারা। এব্যাপারে মামলা করে আটকদের আদালতে পাঠানো হবে।

কেএস 

Link copied!