Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ঘন কুয়াশা: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

ডিসেম্বর ৩০, ২০২২, ১০:১৯ এএম


ঘন কুয়াশা: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কার‌ণে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ীর দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরুটে ফে‌রি চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে ৩টি ফেরি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাত ১টা থেকে কুয়াশা বাড়তে থাকে। পরে রাত ২টার দিকে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে। 

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে পড়ে শতাধিক ছোট বড় যানবাহন। ভোগান্তিতে পড়েছে যাত্রী ও পরিবহন চালকেরা।

টিএইচ

Link copied!