Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফরিদপুরে পদ্মার চরে ঘুড়ি ও ফানুস উৎসব

এন কে বি নয়ন, ফরিদপুর

এন কে বি নয়ন, ফরিদপুর

ডিসেম্বর ৩১, ২০২২, ০৪:১১ পিএম


ফরিদপুরে পদ্মার চরে ঘুড়ি ও ফানুস উৎসব

ফরিদপুরে পদ্মার চরে ধলার মোড়ে ঘুড়ি ও ফানুস উৎসব অনুষ্ঠিত হয়েছে। "চলো হারাই শৈশবে" শিরোনামে উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ফরিদপুরের সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড়ে পদ্মার চরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঘুড়ি উৎসবের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন নবাগত জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

"ফরিদপুর সিটি" ফেসবুক পেজের আয়োজনে ঘুড়ি ও ফানুস উৎসবে নানা বয়সী, নানা শেণিপেশার মানুষ ও শিশু-কিশোর-কিশোরী এতে অংশ নেয়। বিকেল থেকে শুরু হওয়া ঘুড়ি উৎসব চলে রাত ৮ টা পর্যন্ত। সন্ধ্যায় মশাল জ্বালিয়ে ও আকাশে ফানুস উড়িয়ে উৎসবে আনন্দ ভাগাভাগি করে নেয় সকলে।

এ উৎসবে কয়েক শতাধিক প্রতিযোগি বিভিন্ন আকার, আকৃতি ও রং-বেরংয়ের ঘুড়ি নিয়ে উৎসবে অংশ নেন। এর মধ্যে ছিল মাছ, ঈগল, লেজযুক্ত ঘুড়ি, প্রজাপতি, চিল, লেজছাড়া ঘুড়ি প্রভৃতি। এ আয়োজনে কয়েক শত দর্শনার্থীর উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কলেজ ছাত্রী অরিন জামান হ্রদি বলেন, আমি কয়েক বছর ধরে এই ঘুড়ি উৎসবে আসি। অন্যবার থেকে এবার বেশি মানুষের সমাগম ঘটেছে। আয়োজনও ছিলো জাঁকজমকপূর্ণ। বেশ ভালো লেগেছে। আনন্দ লেগেছে।

সুফিয়া আক্তার বলেন, অন্যবারের থেকে এবার ভিন্ন রকম ও ভালো আয়োজন হয়েছে। আমদের খুব আনন্দ লেগেছে, ভালো লেগেছে।

ঘুড়ি উৎসবে অংশ নেয়া আকবর শেখ বলেন, ঘুড়ি উৎসবে অংশ নিয়ে বেশ ভালো লাগছে। ভিন্নধর্মী এমন আয়োজনে আয়োজকদের ধন্যবাদ জানাই।

ঘুড়ি উৎসবে আগত ইসলামি মিশনের শিক্ষক ইহসানুল হক বলেন, পাঁচ বছর ধরে এ ঘুড়ি উৎসবের আয়োজন করছে ফেসবুক পেজের "ফরিদপুর সিটি" নামের সংগঠন। ঘুড়ি উৎসবে পরিবার নিয়ে এসেছি। সবাই খুব আনন্দ করছি, বেশ ভালো লেগেছে।

‘ফরিদপুর সিটি’ ফেসবুক পেজের উদ্যোক্তা এমদাদুল হাসান বলেন, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ঘুড়ি উড়ানো একটি উৎসব। এটি ধরে রাখতে ও জনপ্রিয় করতে আমরা ষষ্ঠ মতো ঘুড়ি উৎসবের আয়োজন করেছি। এ উৎসবে হাতে তৈরি করা ঘুড়ি নিয়ে শতাধিক ঘুড়ি শিল্পী প্রতিযোগিতায় অংশ নেয়। তিন ঘুড়ি শিল্পীকে পুরস্কৃত করা হবে। রাতে ফানুস ও আতশবাজিতে পুরো এলাকা আলোকিত হয়ে পড়ে।

ফরিদপুরের ট্রফিক পরিদর্শক (টিআই প্রশাসন) তুহিন লস্কর বলেন, ফরিদপুর সিটি ফেসবুক পেজের উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই এমন একটি ব্যাতিক্রমী উৎসবের আয়োজন করায়। আমার পরিবারের সদস্যরাও এসেছে। সবাই মিলে বেশ আনন্দ করেছি। বেশ ভালো লেগেছে।

ঘুড়ি উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান, পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, ফরিদপুর সিটি পেজের সদস্যরা ও তরুণ তরুণীরা অংশ নেন।

কেএস 

Link copied!