Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সারাদেশে বই উৎসব

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১, ২০২৩, ০৪:৩০ পিএম


সারাদেশে বই উৎসব

মহামারি করোনার কারণে গত দুই বছর বই উৎসব হয়নি। তবে আজ দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসবের আয়োজন শুরু হয়েছে। শিক্ষার্থীদের হাতে শোভা পাচ্ছে নতুন বই।

শনিবার (৩১ ডিসেম্বর) ২০২৩ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বুধবার (২৮ ডিসেম্বর) ২০২৩ সালের প্রথম দিনেই আড়ম্বরপূর্ণভাবে বই উৎসব করতে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালায় ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ (মাউশি) সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠাকে নির্দেশনা দেওয়া হয়।

সারাদেশ থেকে আমার সংবাদ প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন নিচে তুলে ধরা হল-

বরিশাল ব্যুরো: দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। ইরেংজি বছরের প্রথম দিন ১ জানুয়ারি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বরিশাল জেলায় ৩৭ লাখ বই বিতরণ করা হয়। তবে সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে পারেনি কর্তৃপক্ষ। ৮৫ ভাগ শিক্ষার্থী নতুন বই পেলেও ১৫ ভাগ শিক্ষার্থী নতুন বইয়ের ঘ্রান থেকে বঞ্চিত হয়েছে বছরের প্রথম দিন। তাদের হাতে আগামী কয়েক দিনের মধ্যে নতুন বই তুলে দেয়ার কথা বলেছেন জেলা প্রশাসক। রোববার সকাল ৯টায় নগরীর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় অধ্যক্ষ অধ্যাপক খোন্দকার অলিউল ইসলাম ও উপাধ্যক্ষ প্রফেসর বিপ্লব কুমার মিত্রসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন তিনি। এছাড়া নগরী ও জেলার প্রতিটি বিদ্যালয়ে আজ বই উৎসব অনুষ্ঠিত হয়। বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে খুশি কোমলমতিসহ বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা। প্রথম দিন বই পেয়ে তারা লেখাপড়ায় মনোনিবেশ করার কথা বলেন। বই উৎসবের মাধ্যমে নতুন বই হাতে পাওয়ায় শিশুরা নতুন উদ্যমে পড়াশোনা শুরু করতে পারবে বলে আশা অভিভাবকদের। একই কথা বলেছেন শিক্ষাবিদরা। বছরের প্রথম দিন থেকে পড়াশোনায় মনোযোগ দিলে শিক্ষার্থীরা এগিয়ে যাবে বলে প্রত্যাশা অধ্যাপক খোন্দকার অলিউল ইসলামের। তবে সব শিক্ষার্থী সব বিষয়ের বই পায়নি রোববার। জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আজ প্রথম দিন ৮৫ ভাগ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। বাকী ১৫ ভাগের হাতে আগামী কয়েক দিনের মধ্যে নতুন বই তুলে দেয়ার কথা বলেন তিনি। শিক্ষা অফিস সূত্র জানায়, বরিশাল জেলায় প্রাথমিকে ৩ লাখ ২৪ হাজার ৮৬৫ শিক্ষার্থীর জন্য বইয়ের চাহিদা ১৩ লাখ ৩ হাজার ৯৪৫টি। এখন পর্যন্ত ৫০ ভাগ বই এসেছে। জেলায় মাধ্যমিক পর্যায়ে চাহিদার ৭০ ভাগ বই এসেছে বলে জানিয়েছে তারা।

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে আনন্দগণ পরিবেশের মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলার ২০০৩টি প্রাথমিক ও ৩১৩টি মাধ্যমিক এবং ২৭৫টি মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। চাহিদা পরিমাণ বই এখনই না পাওয়া যায়নি বলে জানিয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ। তবে কয়েক দিনের মধ্যে সকল বিষয়ের বই শিক্ষার্থীদের হাতে তুলে পারবেন বলে আশা করছেন জেলা শিক্ষা কর্মকর্তারা। তবে মোট ঘাটতি রয়েছে প্রায় ৩৬ লাখ নতুন বইয়ের। রোববার (১ জানুয়ারি) দুপুরে চাটখিলের কড়িহাটি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম জানান, জেলার ২০০৩টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বইয়ের চাহিদা ছিলো ১৭লাখ ১২হাজার ৫৫৭ পিস, যার বিপরীতে ৩১ ডিসেম্বর পর্যন্ত আমরা ৩লাখ নতুন বই হাতে পেয়েছি, যার মধ্যে প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই রয়েছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির সব বই এখনো হাতে এসে পৌঁছায়নি।  প্রাথমিকভাবে প্রাপ্ত বইগুলো ‘বই উৎসব’ এর মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। আগামি কয়েকদিনের মধ্যে আমাদের চাহিদা মোতাবেক সকল বই হাতে আসবে এবং শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, ২০২৩ শিক্ষাবর্ষে জেলার ৩১৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৭৫টি মাদ্রাসায় আমাদের নতুন বইয়ের চাহিদা ছিলো ৫৪লাখ ১৭হাজার ৭৪৭পিস। যার বিপরীতে আমরা নতুন বই সরবরাহ পেয়েছি ৩২লাখ ৬৭হাজার ২৮৫পিস। বই উৎসবের মাধ্যমে প্রাপ্ত বইগুলো উপজেলা থেকে বিদ্যালয় ভিত্তিক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া। বাকী বই গুলো এলে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।  

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকাল ১০টায় শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং শিশু শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। তিনি বক্তব্যে বলেন, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভাল ফলাফল করার পিছনে অনেকের ভূমিকা রয়েছে। আমি চাই অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই প্রতিষ্ঠানের মত করে গড়ে উঠুক। বিদ্যালয়ের শিক্ষার্থী শুভ্রা সব বিষয়ে অনেক মেধাবি। সে অন্য শিক্ষার্থীদের জন্য উদাহরণ হতে পারে। আত্মবিশ্বাস ও অনুশীলন থাকলে যে কোন মানুষকে গড়ে তোলা সম্ভব। চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা শাফি বন্যার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদ আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাসান ইমাম বাদশা, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন প্রমূখ। পরে জেলা প্রশাসক শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল এ- কলেজ নতুন বই বিতরণ করেন। চাহিদার আলোকে জেলার মাধ্যমিক-প্রাথমিক বিদ্যালয়ে ইতোমধ্যে ৬৩ লাখ ৫২ হাজার কপি বই এসেছে।  

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সারাদেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। বই বিতরণ অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ্ মাসুদ করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, প্রাথমিক শিক্ষা অফিসার আলমগীর হোসেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সারাদেশের মত নীলফামারীর সৈয়দপুরেও নতুন শিক্ষা বর্ষের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকালে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ উপলক্ষে বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়। এর মধ্যে প্রধান অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলার স্বনামধন্য ও ব্যতিক্রমী নারী শিক্ষা প্রতিষ্ঠান তুলশীরাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন সংরক্ষিত নারী এমপি রাবেয়া আলিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাইদ মো. আব্দুল ওয়াহিদ, প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান মন্ডল। সকাল ১১ টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমা বানু। অনুষ্ঠান সঞ্চালনা করেন তুলশীরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম। এরপর সাংষ্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে হয়। এসব কার্যক্রমে শিক্ষক শিক্ষার্থীরা ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। এদিকে সকাল ৯ টা থেকে দিনব্যাপী বিভিন্ন স্কুল ও মাদরাসায় বই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এসবের মধ্যে সানফ্লাওয়ার স্কুল ও সামসুল হক মেমোরিয়াল একাডেমীসহ বেশ কিছু প্রতিষ্ঠানের উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান মন্ডল জানান, এবার প্রায় ৩৬ হাজার প্রাথমিক শিক্ষার্থীকে নতুন বই দেয়া হচ্ছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সমুহের ১৮ হাজার। বাকিগুলো কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষার্থী। তিনি বলেন, প্রথম ও পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ফুলসেট, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ১ টি করে এবং চতুর্থ শ্রেণীর ৩টি করে বই দেয়া হয়েছে। বাকি বই এমাসেই পর্যায়ক্রমে দেয়া হবে। মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাইদ মো. আব্দুল ওয়াহিদ কোন তথ্য দিতে পারননি। তিনি বই বিতরণ করতে আসলেও জানেননা শিক্ষার্থী কতজন আর কতগুলো বই এসেছে বা চাহিদা কতটার? ফলে এসংক্রান্ত তথ্য জানা যায়নি। তিনি বলেন, যে অফিস স্ট্যাফ বই বিতরণ করেছে সেই জানে।

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত হয়েছে। সারাদেশের ন্যায় রোববার (১ জানুয়ারি) সকালে শিক্ষা প্রতিষ্ঠানে এই বই বিতরণ করা হয়। নতুন বছরের শুরুতেই নতুন বই পেয়ে শিক্ষার্থীরা মহাখুশি। এরমধ্যে মাধ্যমিক পর্যায়ে ১১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাঝে ৪ লাখ ২৭ হাজার ৯০০ বই এবং প্রাথমিক পর্যায়ে ২৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৪৩ হাজার ১৭০ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়েছে। এদিন সকালে তালা বিদে সরকারি উচ্চ বিদ্যালয়, তালা শহীদ কামেল মডেল হাইস্কুল, তালা শহীদ আলী আহমদ সরকারি বালিকা বিদ্যালয়,খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, তালা বাজার মডেল  সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুরুপ বই উৎসব পালিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজিৎ দাশ বাপী, জাললপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু প্রমূখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবে বই বিতরণ অনুষ্ঠানে জনপ্রতিনিধি, প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক উপস্থিত ছিলেন।

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকালে উপজেলার হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ ও হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোবারিছ, মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এস এম জহির রায়হান, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা প্রমূখ। নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা ভীষণ উচ্ছ্বসিত হয়। উল্লেখ্য, এ বছর হোসেনপুর উপজেলায় ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়, ১৪টি মাদ্রাসা, ১০৯ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্ন্টেন,সংযুক্ত বিদ্যালয়,আন-রেজি.বিদ্যালয়সহ ২০৬টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তোলে দেওয়া হয়।

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: "শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ" এ স্লোগান নিয়ে  সারা দেশের ন্যায়  টাঙ্গাইলের ভূঞাপুরে আড়ম্বপূর্ণভাবে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। একযোগে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণের মধ্য দিয়ে পাঠ্যপুস্তক দিবস-২০২৩ উদযাপন হয়। রোববার (১ জানুয়ারি) সকালে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসবের কার্যক্রম শুরু করেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) এর সংসদ সদস্য ছোট মনির। এসময় গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, এমপির সহধর্মিণী ঐশী খান, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, থানা অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার এমজি মাহমুদ ইজদানী, উপজেলা আ.লীগের সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ম সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, অত্র বিদ্যালযের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলী, বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার প্রধানগণ সহ উপজেলার আ.লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: সারাদেশের ন্যায় রোববার (১ জানুয়ারি) কেন্দুয়ায় অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব। এ উপলক্ষে নেত্রকোনার  কেন্দুয়া উপজেলার ১৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১২৩ টি নিবন্ধনকৃত প্রাথমিক বিদ্যালয়, ৩৭টি মাধ্যমিক বিদ্যালয়, ১৭টি মাদ্রাসা ও ৮টি কারিগরি স্কুলের মোট ৬২ হাজার ২৬২ জন শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে পাঠ্যপুস্তুক বিতরণ করা হয়েছে। বই বিতরণ সকল অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে বলে শিক্ষা অফিস সুত্রে জানা গেছে। কেন্দুয়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম বলেন, কেন্দুয়া  উপজেলার ১৮২টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ১২৩টি নিবন্ধনকৃত স্কুলের মোট ৩৫ হাজার ৫৪৩ জন শিক্ষার্থী বিনামূল্যে পাঠ্যপুস্তুক পেয়েছে। উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়গুলোতে একযোগে  পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, কেন্দুয়া  উপজেলার ৩৭টি মাধ্যমিক বিদ্যালয়, ১৭টি মাদ্রাসা ও ৮টি মাদ্রাসায় মোট ২৬ হাজার ৭১৯ জন শিক্ষার্থীদের মাঝে আজ পহেলা জানুয়ারী বিনামুল্যে বই বিতরণ করা হয়েছে। এবার জাঁকজমকভাবে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালাল বলেন, উৎসবমুখর পরিবেশে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালন করার কার্যক্রম সম্পন্ন হয়েছে। উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, পৌর মেয়র আসাদুল হক ভূঞা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম সহ স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে  সাবেরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় এবং কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ পহেলা জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব উদ্ভোধন করা হয়েছে। কেন্দুয়া  উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা এবং কারিগরি বিদ্যালয়ে এক যোগে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব মুখর পরিবেশে করা হয়েছে। বই পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত খুশি হয়েছেন বলেও তিনি জানান।

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই ২০৬টি সরকারি প্রাথমিক, কিজি স্কুল ৫০টি, ৪৭টি মাধ্যমিক ও ৪৮টি মাদ্রাসার শিক্ষার্থীরা পেল নতুন পাঠ্যবই। মঠবাড়িয়া উপজেলা প্রশাসন উৎসবের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ শুরু করেন। রোববার (১ জানুয়ারি) সকালে পৌর শহরের সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক। উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি ছিলেন, মঠবাড়িয়া পৌর প্রশাসক উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর। এসময় বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অলি আহাদ, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, প্রধান শিক্ষক মো. রুহুল আমিন. মো. নাসির উদ্দিন প্রমুখ। এছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দঘন পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়। বিদ্যালয় গুলোতে ফুলের মোড়কে বইগুলো সাজিয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন বই। নতুন বই পেয়ে মহা খুশিতে বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা নতুন বই বুকে চেপে উচ্ছাসিত শিশুরা বাড়ি ফিরবে।

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক আব্দুস সালাম বিএসসির সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিমের সভাপতিত্বে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরন উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন, তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম, তাড়াশ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবু হাসান ও তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। উৎসবকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাসিত দেখা যায়। রোববার সকালে ১৩নং ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ উদ্ধোধন করেন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এ্যাড.এম মতিউর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম। এসময় বই বিতরণ অনুষ্ঠানে প্রধান শিক্ষক সেকান্দার আলী খানের সভাপত্বিতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি এ্যাড.এম মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম,প্রেসক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসাইন, বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি মোঃ আজাদ হোসেন বাচ্চু প্রমুখ। উপজেলা চেয়ারম্যান এ্যাড.এম মতিউর রহমান বক্তব্যে বলেন, প্রাথমিক শিক্ষার মান বাড়াতে শুধু সরকারের পাশাপাশি দেশের সকলকে এগিয়ে আসতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও সচেতন নাগরিক এগিয়ে এলে শিক্ষার মান বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীরা দক্ষ ও যোগ্য হিসাবে নিজেদর গড়ে তুলতে পারে। পরে এম ইউ মাধ্যমিক বিদ্যালয়, সেতারা স্মৃতি সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, টগড়া কামিল মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ২০২৩ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণে অংশগ্রহণ করেন।

বাঘাইছড়ি প্রতিনিধি: সারাদেশের ন্যায় বাঘাইছড়ি উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস ২০২২ উদযাপিত হচ্ছে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণের মধ্য দিয়ে। তারই ধারাবাহিতায় কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বই বিতরণ কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। রোববার সকাল সাড়ে ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলার একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলী হোসেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাগরিকা চাকমা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দীলিপ কুমার দাশ, দানবীর চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাৎ হোসেন সহ স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গ। স্বাগত বক্তব্যে ভদ্রসেন চাকমা ২০২২ সালে বিদ্যলায়ের এস এস সি পরীক্ষার্থীদের ফলাফল তুলে ধরেন এবং প্রধান অতিথির কাছে বিদ্যালয় অবকাঠামো ও অফিস সহায়ক সামগ্রীর জন্য আবেদন জানান। প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, বর্তমান সরকারের বিশেষ উদ্যোগে বছরের শুরুতেই ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, নারীরা এখন ঘরে সীমাবদ্ধ নয় কিছুদিন আগেই উদ্ভোধন হওয়া মেট্রোরেলের চালক তিনিও একজন নারী তাই বাঘাইছড়ি উপজেলার একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের দেশের উচ্চ পর্যায়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করার জন্য ছাত্রীদের পরামর্শ দেন। বিদ্যালয়ের চাহিদা অনুযায়ী ফটোষ্ট্যাট মেশিন ও একটি জেনারেটর প্রদানের আশ্বাস প্রদান করেন প্রধান অতিথি।

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরীর ৪০নং ওয়ার্ড এর মেঘডুবী আদর্শ উচ্চ বিদ্যালয়ে নতুন বছরের প্রথম দিন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত। রোববার (১ জানুয়ারি) সকালে মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি মেঘডুবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পূবাইল থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ ছাত্র-ছাত্রীদের হাতে ২০২৩ সালের নতুন বই তুলে দেন।

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় ২০২৩ শিক্ষাবর্ষের ৩০৭টি প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকালে ইসলামপুর মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল, এমপি। উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান রুমাননের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ (বিএসসি), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম ও ইসলামিক ফাউন্ডেশন জামালপুরের ফিল্ড অফিসার মোবারক হোসেন ও উপজেলার ফিল্ড সুপার ভাইজার মোহাম্মদ শহিদুল ইসলাম, মডেল কেয়ার টেকার মোঃ সাইফুল ইসলাম, সাধারণ কেয়ার টেকার আলতাফুর রহমানসহ মসজিদ ভিত্তিক গণশিক্ষার শিক্ষক মন্ডলী ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমূখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবের আওতায় জেলার প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনেই নতুন বই তুলে দেয়া হয়। এ উপলক্ষে রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের গভঃ মডেল গার্লস হাই স্কুলে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস আয়োজিত বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জিয়াউল হক মীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, সহকারী কমিশনার ভূমি মোঃ মোশারফ হোসাইন, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন, ব্রাহ্মণবাড়িয়া গভঃ মডেল গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলায় এ বছর মাধ্যমিক পর্যায়ে ৩৪৯ শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৯৭ হাজার ৬৫২ জন শিক্ষার্থর জন্য চাহিদা দেয়া হয়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত ১৩ লাখ ৮৩ হাজার ৫৬৪ শিক্ষার্থীর জন্য বই এসেছে। এছাড়াও প্রাথমিক পর্যায়ে ২১শ ৯৫ শিক্ষা প্রতিষ্ঠানের ৫ লাখ ৭০ হাজার ৪৫৭ জন শিক্ষার্থীর চাহিদার মধ্যে প্রায় ৪০ ভাগ বই এসেছে। অবশিষ্ট বই দ্রুত সময়ের মধ্যে প্রতিটি শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হবে।  

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নতুন বছরের বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে নাচোল খ,ম উচ্চ বালিকা বিদ্যালয, মুন্সি হযরত আলী, পাইলট, নেজামপুর, সোনাইচন্ডি, গোলাবাড়ী, ভেরেন্ডী উচ্চ বিদ্যালয়, প্রাথমিক পর্যায়ে ১,২ নং বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কাশেম ওবাইদ, উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার প্রমূখ। এবছরে মাধ্যমিক, দাখিল, ইবতেদায়ী পর্যায়ে ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৭৪ হাজার ৯শত ১০পিচ ও প্রাথমিক পর্যায়ে ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫০হাজার ১শত ৯০পিচ বই বিতরণ করা হয়।

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুরের ডামুড্যায় প্রতিবছরের ন্যায় এবারও উৎসব মূখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও হাছিবা খান এবারের বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন। রোববার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটরিয়ামের পরে বেলা সাড়ে ১১ টায় সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়, কনেশ্বর এস সি এডওয়ার্ড ইনস্টিটিউশন,  পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হল রুমে বই বিতরণ উৎসবের শুরু করা হয়। উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ,  মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন সহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিবাবক বৃন্দ। ডামুড্যা উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসা ২২টি, প্রাথমিক বিদ্যালয় ৬৯ এবং ১১টি কেজি স্কুলে এই বই বিতরণ করা হয়েছে সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ক্ষুদে ক্ষুদে শিক্ষার্থীরা সীমাহীন আনন্দ নিয়ে উল্লাস করতে করতে বুকের সাথে নতুন বই নিয়ে ছোটাছুটি করছে। ছোট্ট শিক্ষার্থীদের সাথে তাল মিলিয়ে আনন্দে মেতেছে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরাও। নতুন বই বিতরণকে কেন্দ্র করে ডামুড্যার বিভিন্ন স্কুলগুলোতে শুরু হয়েছে বই উৎসব। বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বলেন, সারা দেশের ন্যায় ডামুড্যায় ও বিনামূল্যে বই বিতরণ শুরু হয়েছে। গ্রামীণ জনপদে বই উৎসবটা মনের ভেতরের আনন্দেই আলোকিত হয়। এখানে সন্তানদের সঙ্গে অভিভাবকরাও আসেন বই নিতে। কথা আর আলাপচারিতার মধ্য দিয়ে হাস্যোজ্জল হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। এবার ডামুড্যায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে ১৪ হাজার ৮৮০ পিচ বই দেওয়া হবে। অন্যদিকে মাধ্যমিকে ১ লক্ষ ৯৪ হাজার পিচ বই বিনামূল্যে দেওয়া হয়েছে।

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: ১ জানুয়ারি বছরের প্রথম দিনেই সারাদেশে পালিত হয়েছে বই উৎসব। সারাদেশের প্রাথমিক, মাধ্যমিক, দাখিল ও এবতেদায়ী পর্যায়ের শিক্ষার্থীরা নতুন বই পাবেন শিক্ষার্থীরা। এ উপলক্ষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণের মাধ্যমে পালন করছেন পাঠ্যবই উৎসব। সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদরসহ দূর্গম পাহাড়ি জনপদে আনুষ্ঠানিকভাবে নতুন বছরে নতুন বই বিতরণ করা হয়েছে। সকালে মানিকছড়ি রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। এরপর রাজবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গিরিকলি কিন্ডার গার্টেন এন্ড পাবলিক স্কুল, বালিকা উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি ইংশিল স্কুল, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, তিনটহরী উচ্চ বিদ্যালয়, বড়ডলু উচ্চ বিদ্যালয় ও গচ্ছাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মানিকছড়ি ইসলামিয়া দাখিল মাদরাসায় পাঠ্যপুস্তক বিতরন উৎসবের মাধ্যমে নতুন বছরের নতুন বই বিতরন করা হয়। এ সময় পৃথক পৃথক বই বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামুসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত বই বিতরণী অনুষ্ঠানে শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের মাঝে এক ধরণের উৎসবের আমেজ লক্ষ করা যায়। বই বিতরণী অনুষ্ঠানে অতিথিদের কাছ থেকে নতুন বছরের নতুন বই নিতে অধির আগ্রহে বসে থাকতে দেখা যায় কোমলমতি শিক্ষার্থীদের। সেই সাথে অভিভাবকদেরও সরব উপস্থিতিতে পাঠ্যপুস্তক বিতরনী যেন উৎসবের আমেজে পরিনত হয়। এ বছর মানিকছড়ি উপজেলায় মাধ্যমিক, দাখিল ও এবতেদায়ী মাদরাসায় প্রায় আড়াই লক্ষ বই বিতরন করা হবে। তবে প্রাথমিক পর্যায়ে প্রায় মাত্র ৪০শতাংশ বই পেলেও বাকি ৬০ শতাংশ বই আসেনি উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। এর মধ্যে প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির কোনো বই এবছর শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. জবরুত খান।

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন রোববার (১ জানুয়ারি) নতুন বছরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। নান্দাইল উপজেলা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে উপজেলা সদর চন্ডিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্ডিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঘোষপালা ফাজিল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে এমপি তুহিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন। বই সংকটের মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় নান্দাইল উপজেলার ১টি পৌরসভা সহ ১৩টি ইউনিয়নে একযোগে বই বিতরণের উৎসব পালন করা হয়েছে। বিনামূল্যে বই বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিনের সাথে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মাসুদ, নান্দাইল সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আমিনুল ইসলাম প্রমুখ। পরে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ স্ব-স্ব প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন। তবে বই সংকটের থাকার কারনে নতুন বছরের শুরুতে বই উৎসবে শিক্ষার্থীদের মাঝে তেমন আনন্দ-উল্লাস দেখার মতো ছিল না।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ও গ্রিনভিউ স্কুলে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণের মধ্যদিয়ে ‘বই উৎসব’র উদ্বোধন করা হয়েছে। রোববার (১ জানুয়ারি) এই চারটি শিক্ষা প্রতিষ্ঠানের কমোলমতি শিশুদের হাতে নতুন বই তুলে দিয়ে এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। উৎসব উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছর ধরে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের নতুন বই তুলে দেয়া হচ্ছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ইতোমধ্যে প্রাথমিকের শতভাগ বই চলে এসেছে এবং মাধ্যমিকের কিছু বই দুয়েকদিনের মধ্যেই চলে আসবে। জেলা প্রশাসক সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পদ্মা সেতু নির্মাণ হয়েছে, বঙ্গবন্ধু টানেল ও রূপপুর বিদ্যুৎ কেন্দ্রসহ মেগা মেগা প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে। মেট্রোরেল উদ্বোধনের মধ্যদিয়ে আমরা স্মার্ট বাংলাদেশে প্রবেশ করেছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার যে পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন তা নতুন প্রজন্মের মেধাবী শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়ার মধ্যদিয়ে বাস্তবায়ন করবে। এসময় ২১০০ বছরের ডেল্টা প্ল্যান, ব-দ্বীপ পরিকল্পনা, ব্লু ইকোনোমি, চতুর্থ শিল্প বিপ্লবের কথা তুলে ধরে তিনি বলেন, আগামীতে এমন একটা সময় আসবে যখন হয়ত আমাদের খাদ্যাভ্যাসই পরিবর্তন হয়ে যাবে। শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কথা তুলে ধরে তিনি শিক্ষকদের বলেন-আপনারা প্রস্তুতি নিয়ে ক্লাসে যাবেন, শিক্ষার্থীরা যাতে মান সম্মত শিক্ষা পায় সেদিকে বিশেষ নজর দিতে হবে। অনুষ্ঠানগুলোয় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা। নবাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, বিদ্যালয়টির প্রধান শিক্ষক ফজুলর রহমান। অন্যদিকে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মোহা. রবিউজ্জামান, বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তহসিনা খাতুন। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা শিক্ষা অফিসার নূর-উন-নাহার রুবিনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনিরা রহমান। অপরদিকে হরিমোন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত উৎসবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক ড. রুহুল ইসলাম। গ্রিন ভিউ স্কুলের অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিদ্যালয়টির প্রধান শিক্ষক রোকসানা আহমদ স্বাগত বক্তৃতা করেন। এছাড়া জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোয় এবং মাদ্রাসায় পাঠ্যপুস্তক উৎসবের আয়োজন করা হয়।

আখাউড়া প্রতিনিধি: বছরের শুরুর দিনে প্রথম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দেওয়ার এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘বই বিতরণ উৎসব দিবস’। নতুন বছরের প্রথম দিনে হাতে নতুন বই পেয়ে উৎসাহিত শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দক্ষিণ ইউনিয়ন এর  নুরপুর ক্যাপটেন মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার (১ জানুয়ারি) সকাল ১১ টার সময় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রী মাঝে নতুন বই তুলে দেওয়া হয়। এতে নতুন বছরে নতুন বইয়ের ঘ্রানে উচ্ছসিত শিক্ষার্থীরা। নতুন বই পাওয়া ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী আলবীনা আনমুল সাথে কথা হলে এই শিক্ষার্থী জানান, রেজাল্টের পর থেকে অপেক্ষা করি কখন নতুন বই হাতে পাব। আজ নতুন বই হাতে পেয়ে আমার অনেক ভাল লাগছে। ৫ম শ্রেণীর শিক্ষার্থী আদনান জানান, এই দিনটি আমার কাছে ঈদের দিনের মত মনে হয়। নতুন বছরে নতুন বই পেয়ে আমি অনেক খুশি। নুরপুর ক্যাপটেন মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা বেগম বলেন, নতুন বছরের প্রথম দিনে আমাদের বিদ্যালয়ের ১৩২ জন ছাত্র-ছাত্রী নতুন বই পেয়েছে। এইবার শতভাগ ছাত্র-ছাত্রীর হাতে আমার নতুন বই তুলে দিতে পারব আশা করছি। বই বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলাম। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আজিজুর রহমান জানান, উপজেলার ৫৪টি সরকারি বিদ্যালয়ে ২৬ হাজর সেট বই বিতরণ করা হয়েছে। এইবার শতভাগ বই না আসাতে কিন্ডার গার্ডেন ও কেজি স্কুল গুলোতে বই এখনো বিতরণ করতে পারিনি। আশা করছি এই সাপ্তাহের মধ্যেই  কিন্ডার গার্ডেনসহ বাকি সব স্কুল গুলোতে নতুন বই তুলে দিতে পারব।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সারাদেশের মতই উৎসব আমেজে উদযাপন হয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরে বই বিতরণ উৎসব। শাহজাদপুর পৌর শহরসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের নরিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাববিলা সরকারি বিদ্যালয়সহ বিভন্ন প্রতিষ্ঠান একযোগে বই উৎসবে মেতে ওঠে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (১ জানুয়ারি) সারা দেশের ন্যায় শাহজাদপুরেও বই বিতরণ উৎসব পালিত হয়েছে। সকালে শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, শাহজাদপুর ইব্রাহীম পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, শাহজাদপুর  ইব্রাহীম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ উৎসব পালিত হয়।  সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, ইব্রাহীম বালিকা বিদ্যালয়, ইব্রাহীম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি  হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। উপজেলা নির্বাহী কর্মকতা সাদিয়া আফরিনের সভাপতিত্বে এসকল বই বিতরণ উৎসবে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল হক, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আশয়া আক্তার, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম, ইব্রাহীম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়া স্কুলের শিক্ষক মন্ডলী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় ছাত্র/ছাত্রীরা নতুন বই হাতে পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে।

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:  “বঙ্গবন্ধুর দর্শন শিক্ষার উন্নয়ন, শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে সারা দেশের ন্যায় বই বিতরণ উৎসব- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ জানুয়ারি) উপজেলা প্রশাসন, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস উপজেলা চত্বরে এ বই উৎসবের আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে বই উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। আরও উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির,  নাগরপুর থানার তদন্ত কর্মকর্তা মো. হাসান সরকার জাহিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহীনুর ইসলাম, এ সময় সংসদ সদস্য টিটু বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা শিক্ষিত না হয়ে প্রত্যেকটি শির্থীকে সুনাগরিক ও পাঠ্যবইয়ের শিক্ষা পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। নতুন বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থী। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি: সারা দেশের ন্যায় ব্যাপক উৎসাহ ও আনন্দ মুখর পরিবেশর মধ্য দিয়ে চরফ্যাসন উপজেলার দক্ষিন আইচা থানার চরমানিকা ইউনিয়নের ২৭নং চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্য নতুন বই বিতরণ করা হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা সময় বিদ্যালয় প্রাঙ্গণে এই বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন হাওলাদার। এ সময় আরও উপস্থিত ছিলেন, চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সহ-সভাপতি মিজান হাওলাদার, দক্ষিণ আইচা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সেলিম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সামছুউদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক এম আর মমিন, চরমানিকা ইউনিয়ন স্বাস্থ্য সহকারী নূর সোলেমান, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, মোঃ আলাউদ্দিন, শাহনাজ বেগম, লাইজু বেগম, দক্ষিণ আইচা যুবলীগের সদস্য মিজানুর রহমান প্রমুখ। প্রধান শিক্ষক বলেন, সারাদেশের কর্মসূচি অনুযায়ী আজকে এই বই বিতরণ করা হচ্ছে। ১ জানুয়ারি সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেয়া অত্যান্ত কঠিন কাজ। এই কাজ বাস্তবায়ন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায়। বিনা মূল্য নতুন সরকার বই দেওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে আনন্দের উদ্দিপনা সৃষ্টি।

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই তুলে দেয়ার মধ্য দিয়ে পালিত হয়েছে বই উৎসব। এতে নতুন বইয়ের গন্ধ নিলেন শিক্ষার্থীরা। পহেলা জানুয়ারি উপজেলার সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব পালন করেন শিক্ষক-শিক্ষার্থী এবং অবিভাবকরা। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল শিক্ষার্থীদের হাতে নতুন শ্রেণির পাঠ্যবই তুলে দেন। এসময় তিনি বলেন, ‘আজকের শিশুরাই আগামী ভবিষ্যৎ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর’ আমরা পড়ালেখার সময় নতুন বইয়ের জন্য অপেক্ষা করতাম। আজকের শিক্ষার্থীদের আর অপেক্ষা করতে হয় না। প্রতি বছরের পহেলা জানুয়ারিতেই সকলের কাছে বই পৌঁছে যাচ্ছে। এবার ভালো করে পড়ালেখা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা জানান, উপজেলার সকল মাধ্যমিক ও মাদ্রাসায় নতুন বই বিতরণ করা হয়েছে। আমরা নতুন বইয়ের জন্য বড় ভাইদের দিকে তাকিয়ে থাকতাম। এখন আর কোন শিক্ষার্থীদের এমন অপেক্ষা করতে হয় না। বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান বলেন, আমরা আগে পুরাতন বই দিয়ে পড়ালেখা করতাম। ঠিকমত নতুন বই পেতাম না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের শিক্ষার্থীদের জন্য প্রতি বছর পহেলা জানুয়ারিতেই বই সকলের কাছে পৌঁছে দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান বলেন, নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরেছি। এটাই আনন্দ। আশাকরি শিক্ষক অভিভাবকরা আন্তরিকতার সহিত পাঠদানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলবেন। এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মির্জা মো: শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমূখ।

রাঙ্গামাটি প্রতিনিধি: সারাদেশের মতো নতুন বছরের প্রথমদিনেই পার্বত্য জেলা রাঙ্গামাটির প্রাথমিক স্কুলগুলোতেও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নতুন বছরের প্রথমদিনে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। রোববার সকালে জেলা শহরের রাঙ্গামাটি সরকারী উচ্চ বিদ্যালয় ও রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ অনুষ্ঠানের সূচনা করেন জেলা প্রশাসক। এসময় রাঙ্গামাটি জেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মৃদুল ক্রান্তি তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা, রাঙ্গামাটির পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিকসহ শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। নতুন বছরের প্রথমদিনে রাঙ্গামাটির সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজ নিজ উদ্যোগে আয়োজিত পাঠ্য পুস্তক উৎসবে শিক্ষার্থী অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মনে খুশীর বন্যা বয়ে যায়। শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, রাঙ্গামাটির ১০ উপজেলায় প্রথম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ৮৯ হাজার ১৫০ জন শিক্ষার্থী, ৩লাখ ৭৬ হাজার ৫২৯ বই পাবে এবং জেলার ১০ উপজেলার মাধ্যমিক পর্যায়ে ১৪০টি মাধ্যমিক বিদ্যালয়ে সর্বমোট ৩ লাখ ৬০ হাজার ৩৫১টি বই বিতরণ করা হবে। অপরদিকে, পাহাড়ে এ বছর প্রাথমিক পর্যায়ে শিশু শ্রেণি ও প্রথম শ্রেণির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬৭ হাজার শিক্ষার্থীর হাতে মাতৃভাষায় রচিত বই তুলে দেওয়া হয়। এতে করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বইয়ের মধ্যে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর ভাষায় রচিত বইগুলো আকর্ষণীয় হওয়ায় শিশুরা পড়ালেখায় অনেক আগ্রহী হয়ে উঠবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: সারাদেশের ন্যায় একযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিনামূল্যে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। বোরবার নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়। বিশেষ করে বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয়, সোনারহাট দারুল উলুম দাখিল মাদ্রাসা, দক্ষিণ মরুয়াদহ বাগানের ঘাট আদর্শ বাজারপাড়া উচ্চ বিদ্যালয়, বালিকা দাখিল মাদ্রসাসহ উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়। এদিকে, জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন- ম্যানেজিং কমিটির সভাপতি স্বপন কান্ত সরকার, প্রধান শিক্ষক অজিত কুমার রায়, সাংবাদিক জুয়েল রানা, হযরত বেল্লাল, সহকারি শিক্ষক জাহিদুল ইসলাম প্রমূখ।  নতুন বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীরা নতুন বই পেয়ে খুশিতে বাড়ি ফিরে আসে।

টাঙ্গাইল প্রতিনিধি: বছরের প্রথম দিনে টাঙ্গাইলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় ১০ লাখ শিক্ষার্থীদের মাঝে ৭৬ লাখ ৩৬ হাজার ৪২৭ নতুন বই বিতরণ করা হয়। রোববার বেলা ১২ টায় টাঙ্গাইল জেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস উপলক্ষে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. জসিম উদ্দীন হায়দার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রহিম সুজন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার আলম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। এতে স্বাগত বক্তব্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ। পরে অতিথিরা টাঙ্গাইল কালেক্টেরট বালিকা উচ্চ বিদ্যালয় ও বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অংশ নেন। জেলা প্রশাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলার ১২টি উপজেলায় ৫ লাখ ৫০ হাজার প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে ১৯ লাখ ৭ হাজার ১১৮টি বই ও ৪ লাখ ৪০ হাজার মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ৫৭ লাখ ২৯ হাজার ৩০৯ টি বই বিতরণ করা হবে।

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ২০২৩ সালের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির। রোববার (১ জানুয়ারি) সকালে ইদিলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের মাঝে বই ও একটি করে ফল গাছের চারা বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর ঘোষণা ‘এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না’- বাস্তবায়নে ইতোপূর্বে জেলাপ্রশাসনের উদ্যোগে গৃহীত সমন্বিত কৃষি কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বিনামূল্যে বইয়ের সাথে একটি করে ফল গাছের চারা বিতরণ করা হয়েছে৷ ইদিলপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমদাদ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির৷ বই ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক দেওয়ান মো. শাহজাহান, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মিন্টু বেপারীসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে বই তুলে দেয়ার সার্বিক প্রস্তুতি ইতিপূর্বেই নিয়ে রেখেছিলাম। রবিবার বছরের প্রথমদিনেই আমরা আমাদের উপজেলার সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই ও ফল গাছের চারা তুলে দিয়েছি। নতুন বই শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলে ঘাটাইল উপজেলায় আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান মুকুল একাডেমী প্রাথমিক বিদ্যালয়ের ছোট সোনামনি শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে এ বই বিতরণ করা হয়। মুকুল একাডেমী প্রাথমিক বিদ্যায়ের সভাপতি ও  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে বই বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম লেবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকুল একাডেমি প্রাথমিক বিদ্যালয়ের অধ্যক্ষ উপজেলা সহকারী কমিশনার মোঃ আরিফুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার কল্পনা ঘোষ, মুকুল একাডেমি প্রাথমিক বিদ্যালয়ের উপাধ্যক্ষ কাকলী খাতুনসহ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিসহ সমাজের সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে সকল শিক্ষার্থীদের মাঝে উপস্থিত অতিথিবৃন্দ নতুন বই তুলে দেন। বই পেয়ে শিক্ষার্থীরা অনেক অনেক আনন্দিত ও উচ্ছসিত।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাংলাগড় দাখিল মাদ্রাসায় শিশু থেকে নবম শ্রেণি পর্যন্ত্য শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয় আজ। নতুন বছরের প্রথম দিন নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এর আগে ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় শিক্ষার্থীরা জানান,নতুন শ্রেণিতে নতুন বই পাওয়ার আনন্দই অন্যরকম। সে বই যদি বিনামূল্যে পাওয়া যায় তাহলে তো কোন কথাই নেই। এর মধ্যে এক ধরনের সার্বজনীনতাও রয়েছে। কেননা দরিদ্র পরিবারের সন্তানদের অনেকেরই নতুন বই কেনার সামর্থ্য থাকে না। তারা আগে পুরনো বই দিয়েই বছর পার করত। এখন সবার হাতেই নতুন বই। তাই উৎসবমুখর পরিবেশে সর্বস্তরের শিক্ষার্থীরা বছরের প্রথমদিনে পাঠ্যপুস্তক উৎসবে শামিল হয়েছেন। বই পাওয়ার তথ্য জানতে চাইলে উপজেলার বাংলাগড় দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্টে মোঃ আজিজুর রহমান জানান, বিনামূল্যের বই বিশেষত গ্রামাঞ্চলের দরিদ্র অভিভাবকদের জন্য এক বড় ধরনের স্বস্তি। রাষ্ট্রের পক্ষ থেকে এ সহায়তায় তাদের আর্থিক কষ্টের বোঝা অনেকটাই লাঘব নিঃসন্দেহে। এসময় তিনি বলেন, আমার প্রতিষ্ঠানে এবতেদায়ী শিশু থেকে পঞ্চম এবং দাখিল ষষ্ঠ শ্রেণি ও নবম শ্রেণির বই এসেছে। সপ্তম ও অষ্টম শ্রেণির কোনো বই এখনো আসেনি। তিনি বলেন, ‘আমাদের কাছে যেসব বই এসেছে, সেগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে।আশা করি যেগুলো বই এখনো আসেনি সেগুলো কাল পরশু পেয়ে যাব। এসময় বই বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মরত সকল শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: সারা দেশের ন্যায় ময়মনসিংহের ভালুকায় উৎসব মুখর পরিবেশে ছাত্র/ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। রোববার (১ জানুয়ারি) নতুন বছরের প্রথম দিন উপজেলার কাচিনা ইউনিয়নের কাচিনা উচ্চ বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীদের মাঝে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোঃ মোস্তফা কামাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাচিনা উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম ফকির, কাচিনা ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ফজলুল হক ননি, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম বিএ সহ স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ আওয়ামীলীগ ও সহযোগী অংগসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। পরে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নীলফামারী প্রতিনিধি: হাতে নতুন বই। চোখে আনন্দের ঝিলিক আর নতুন বই হাতে পেয়ে বাধভাঙ্গা উল্লাস শিক্ষার্থীদের। কেউ বইয়ের পাতা দেখছেন আবার কেউবা নতুন বইয়ের ঘ্রাণ শুকতে ব্যস্ত। ঠান্ডা উপেক্ষা করে বছরের প্রথম দিন বই হাতে পেয়ে মাতোয়ারা শিক্ষার্থীরা। বছরের প্রথমদিন নতুন বই বিতরণকে ঘিরে ডোমারের প্রতিটি স্কুলেই সকাল থেকে ছিল উৎসবের আমেজ। বই হাতে পেয়ে উচ্ছাস প্রকাশ করেছেন সকলেই। নতুন বই পেতে শিক্ষার্থীরা সকাল ১০টার আগেই স্ব স্ব বিদ্যালয়ে এসে উপস্থিত হন। রোববার সকাল ১১টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় পাঠ্যপুস্তক উৎসব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি। তিনি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন। এ সময় নতুন বই পেয়ে উল্লাসে মেতে উঠে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে উৎসবে যোগ দেন শিক্ষক ও অভিভাবকরা। ম্যানেজিং কমিটির সভাপতি কাউন্সিলর আখতারজ্জামান সুমনের সভাপতিত্বে ও শিক্ষক হারুনের সঞ্চালনায় অনুষ্ঠিত পাঠ্যপুস্তক উৎসবে এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম, প্রধান শিক্ষক রবিউল আলম, অভিভাবক সদস্য মামুনুর রশিদ বসুনিয়া সজীব, রাশেদ ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অপরদিক উপজেলার সবকটি বিদ্যালয়েও  অনুষ্ঠিত হয় বই বিতরণ উৎসব। এবার জেলার ডোমার উপজেলায় প্রাথমিক পর্যায়ে দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে ৩০ হাজার সেট নতুন বই বিতরণ করা হচ্ছে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৫৮টি বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমির হোসেন। অপরদিকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম বলেন, মাধ্যমিক পর্যায়ে বিতরণ করা হচ্ছে ৪ লক্ষ ১০ হাজার ২৯০টি বই। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয় ৫০টি এবতেদায়ী মাদ্রাসা ২৪টি, দাখিল মাদ্রাসা ১২টি ও কারিগরি বিদ্যালয় রয়েছে ৮টি।

রাজবাড়ী প্রতিনিধি: ‘নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ জানুয়ারি) দুপুরে স্কুলের নিজস্ব মাঠ প্রাঙ্গণে পাঠ্যপুস্তক উৎসব দিবস- ২০২৩ পালিত হয়। এতে প্রধান শিক্ষক মাহাবুবা খানম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। বক্তব্য শেষে তিনি প্রতি ক্লাসের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনী পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে বই বিতরণ করেন। পরে একে একে স্কুলের সকল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন স্কুলের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষক  প্রূদ্যুত কুমার দাস। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। পাঠ্যপুস্তক উৎসবে ছাত্র-ছাত্রীরা নতুন বই পেয়ে আনন্দে মেতে উঠে। বছরের প্রথম দিন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা খুবই খুশি।

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: নতুন বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে মহাখুশি খুদে শিক্ষার্থীরা। নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত তারা। তাদের মুখে হাসি ফুটেছে। বুকে জড়িয়ে ধরে আনন্দে মাতায়োরা শিক্ষার্থীরা। বছরের প্রথম দিন উৎসবের মধ্য দিয়ে সারাদেশে একযোগে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়েছে। জাঁকজমক উৎসব ছাড়াই ছোট পরিসরে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে বই। আর বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। এমন আনন্দে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও দারুণ খুশি। করোনা মহামারির কারণে গত বছর উৎসব করে বই বিতরণ করা হয়নি। এবারও একই কারণে উৎসব ছাড়াই সীমিত শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলো ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই দেবে। সকাল ১০টায় বই বিতরণের আনুষ্ঠানিকতা শুরু হয় পেকুয়ায়। পেকুয়া মডেল সরকারি জিএমসি স্কুলে ইউএনও পুর্বিতা চাকমার উদ্বোধনের মাধ্যমে এর যাত্রা শুরু হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এছাড়া পেকুয়া সদর আওয়ামী লীগের সভাপতি আযম খান, সাধারণ সম্পাদক শাহদত হোসাইনসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বছরের প্রথম দিন বিনামূল্যের পাঠ্যপুস্তক পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। উপজেলার শিলখালী উচ্চ বিদ্যালয়, পেকুয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়, ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয়,হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়, পেকুয়া উচ্চ বিদ্যালয়,পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পেকুয়া স্মার্টস্কুল, কিং স্টন স্কুলসহ বেশ কয়েকটি স্কুলে শিক্ষার্থীদের উচ্ছ্বাসের এমন চিত্র দেখা গেছে। নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের মাতোয়ারা হতে দেখা গেছে। তবে অন্যান্যবার শিক্ষার্থীরা যেভাবে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে উঠতেন এবার তেমনটি ছিল না। নতুন বইয়ের ঘ্রাণ নিয়ে অভিভাবকের সঙ্গে বাড়ি ফেরেন তারা।

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে বছরের প্রথম দিনে বই বিতরণ উৎসবে বিনামূল্যে প্রাথমিক পর্যায়ে এক লাখ নব্বই হাজার এবং মাধ্যমিক পর্যায়ে এক লাখ চল্লিশ হাজার শিক্ষার্থীসহ মোট ৩ লাখ ৩০ হাজার শিক্ষার্থী ১৭ লাখ নতুন বই পেয়েছে। রোববার (১ জানুয়ারি) সকাল ১১টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই বই বিতরণ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, সারাদেশে প্রাথামিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের জন্য সরকার ৩৫কোটি বই বিতরণ করছে। যার দাম হাজার-হাজার কোটি টাকা। এসব বই বিনামূল্যে। পৃথিবীর কোথাও বিনামূল্যে বই বিতরণের নজির নাই। শুধু বাংলাদেশেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি ছেলে-মেয়েকে লেখাপড়ার জন্য বই দিয়েছে। শুধু মানিকগঞ্জেই সতেরো লাখ বই দেওয়া হয়েছে। সারা দেশে চারকোটি ছেলে-মেয়েরা এই বই পাবে। একজন শিক্ষার্থীর কাছে নতুন বইয়ের চেয়ে অর্থবহ আর কোন উপহার নাই। বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতিশ্বর পাল, বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী মাকসুদা আহম্মেদ, শিক্ষার্থী এবং অভিভবকরা।

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় বছরের প্রথম দিনে জনতা মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে আনুষ্ঠানিক উদ্ভোদন করা হয়। রোববার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের স্কুলে আনুষ্ঠানিক ভাবে বই দেওয়ার সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্মপাশা উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলিদুজ্জামান। বই উৎসব অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ফকরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে পরিচালনা করেন প্রধান শিক্ষক আব্দুল মালেক খান। বক্তব্য দেন, উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা  অলিদুজ্জমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহবুবুল কবীর। সহকারী শিক্ষক নাজমুল ইসলাম, অভিলাষ পাল, আশিষ কুমার, নূর মোহাম্মদ, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মন্নাফ,আলমগীর কবির, শাহ আলি আকবর প্রমুখ। পরে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তোলে দেওয়া হয়।

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: দুপচাঁচিয়া উপজেলায় বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকালে উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বই বিতরণ অনুষ্ঠান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ আহম্মদ, প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সহকারি শিক্ষক নাজমা সুলতানা ও জয়নাব বানু। পরে ছাত্র ছাত্রীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে বিনামূল্যে বই বিতরণ করা হয়। অপর দিকে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি ইউএনও সুমন জিহাদীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক রাজু আহম্মেদের সঞ্চালনায়, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ইউএনও সুমন জিহাদীর সভাপতিত্বে ও অধ্যক্ষ রঞ্জন কুমার পালের সঞ্চালনায় বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবুল বাসারের সভাপতিত্বে বই বিতরণ করেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম। এ সময় একাডেমিক সুপারভাইজার মাহমুদুন্নবী, সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, বিডিএম আদর্শ উচ্চ বিদ্যালয়, শাপলা উচ্চ বিদ্যালয়, ডিমশহর উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক ভাবে পাঠ্য পুস্তক বিতরণ উৎসবে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। রোববার সকালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, দলের মুখপাত্র ও সমন্বয়কারী এবং সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এ উপলক্ষে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় বই উৎসবের। জাতীয় পতাকা উত্তোলন করে বই উৎসবের উদ্বোধন করেন এমপিসহ অতিথিরা। জেলায় এ বছর মোট এক লাখ ৬৪ হাজার ৩৭৩ জন শিক্ষার্থীকে ৬ লাখ ৫৯ হাজার ২৪৫ পিস নতুন বই  দেওয়া হবে। এর মধ্যে প্রাথমিকে ৬২ হাজার ৮৯২ শিক্ষার্থীকে তিন লাখ দুই হাজার ৮৯৫ পিস এবং মাধ্যমিক পর্যায়ে এক লাখ এক হাজার ৪৮১ শিক্ষার্থীকে তিন লাখ ৫৬ হাজার ৩৫০ পিস বই বিতরণ করা হবে। বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্সিত শিক্ষার্থীরা। এ জন্য তাঁরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়। জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে বই উৎসবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন ও ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম।

কুমিল্লা প্রতিনিধি: সারাদেশের মতো নগরের প্রতিটি স্কুলে পালন করা হচ্ছে বই উৎসব। ইংরেজি নববর্ষের প্রথম দিন বই হাতে পেয়ে খুশিশিক্ষার্থীরা। রোববার সকাল ১০ টায় নগরীর নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শামীম আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সারাদেশের মতো কুমিল্লায় বই উৎসব পালন করছি। বছরের শুরুতে কুমিল্লার সকলশিক্ষা প্রতিষ্ঠান নতুন বই পাওয়াতে সকলে খুশি।বিশেষ করে নবাব ফয়জুন্নেছার ছাত্রীদের চোখেমুখে আনন্দের ছাপ দেখাযাচ্ছে।আশাকরি সকলে নতুন বই পেয়ে পড়াই মনোযোগী হবে।যারা কিছু বই পায়নি তাদের শীগ্রই স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান দ্রুতবই বিতরণ করবে। প্রথম দিনে কুমিল্লার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১ কোটি ২৬ লক্ষ বই  শিক্ষার্থীরা পেয়েছেন। নতুন বই পেয়েশিক্ষার্থীরা খুবই খুশি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলি রহমান তিন্নি, জেলা শিক্ষা অফিসার মো. জসিম উদ্দিন, নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার। প্রসঙ্গত, জেলা শিক্ষা অফিস সূত্র জানায় যায়,জেলার নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের ৯৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য৯৬ লাখ ৯০ হাজার ৬১৩টি বইয়ের চাহিদা রয়েছে। এর মধ্যে ৮০ লাখ বই ইতোমধ্যে কুমিল্লায় পৌঁছেছে। জেলার ২ হাজার ১১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১হাজার ৭শত ৪৬টি বেসরকারি কিন্ডারগার্ডেনের ৭ লাখ ৩৩হাজার ৭৪১ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ২৯ লক্ষ ২১হাজার ৯৫৮টি বই বিতরণ করা হয়।

বগুড়া প্রতিনিধি: বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের প্রথম দিন নতুন বই হাতে তুলে দিয়ে বই উৎসব পালন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় অত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ। বই বিতরণ উৎসবের শুরুতে বেলুন ফেস্টুন উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করে প্রধান অতিথি। নতুন বছরের নতুন বই হাতে তুলে দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ বলেন, নতুন বই নতুন প্রাণে উচ্ছ্বাস ও স্পন্দন জাগায়। সেই উদ্দীপনা ও উচ্ছ্বাস নিয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। নতুন বইয়ের মধুর গন্ধে বিকশিত হোক তোমাদের পড়াশোনার উদ্যোম। নতুন বছরের প্রথম দিন তোমরা নতুন বই পাচ্ছো বিনামূল্যে। এটি একটি যুগান্তকারী উদ্যোগ। যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্ঠার কারণে সম্ভব হয়েছে। আমরা যখন স্কুলে পড়তাম তখন বছরের তিনমাস আমরা সকল বই হাতে পাইনি। খেলাধুলা করে সময় পার হতো। নতুন বইয়ের আশা কম করতাম, আমরা উপর ক্লাশের বড় ভাই বা বোনের কাছ থেকে বই সংগ্রহ করতাম। অথচ তোমাদের হাতে নতুন বই পৌঁছে গেছে বছরের প্রথম দিন। নতুন বইয়ের গন্ধ নিয়ে তোমরা সঠিক ভাবে পড়াশোনা করবে। এই প্রতিষ্ঠান এখন দেশের মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তোমাদের জীবন গড়ে উঠুক সঠিক পথে, যাতে তোমরা আগামীতে মানুষের সেবার নিয়োজিত করতে নিজেদের। দেশের জন্য নিজেদের গড়ে তুলতে পারো। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু বলেন, শিক্ষার্থীরা নতুন বই পেয়েছো। নতুন শ্রেণির পড়াশোনা করবে। বছরের প্রথম নতুন বই পাওয়া খুব কঠিন ছিল। যা সহজ করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাই তোমরা শিক্ষকদের দেখানো পথে পরিচালিত হয়ে মানবিক মানুষ হয়ে গড়ে উঠবে। বই কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি জেষ্ঠ্য প্রভাষক শহীদুল ইসলাম, কলেজ শাখার ইনচার্জ সহকারী অধ্যাপক কাওসারিন খাতুন, সিনিয়র শিক্ষক ফেরদৌস আলম, স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি আনজুয়ারা খাতুন, প্রাথমিক শাখার শরমিলা আকতার সহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভৈরব প্রতিনিধি: সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের ভৈরবে বই উৎসব পালিত হয়েছে। রোববার সকাল দশটায় ভৈরব উপজেলার ৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩২টি মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও মাদ্রাসাসহ ২২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে এ বই উৎসব অনুষ্ঠিত হয়। নতুন বই বিতরণ উদ্বোধন উপলক্ষে শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুলে বই উৎসবে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তোলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগমসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ভৈরব উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ মামুন জানান, সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৫৩ হাজার ৫শত ও পাক-প্রাথমিক বিদ্যালয়ের ৭হাজার ৫শত শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করার মাধ্যমে ভৈরবে এ বই উৎসব পালিত হয়। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত নতুন বই পেয়েছেন বলে জানান এ কর্মকর্তা। এছাড়া ভৈরব আইডিয়াল স্কুলে  বই উৎসবের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন সহকারি কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ। এদিকে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার স্বপ্না বেগম জানান, মাধ্যমিক ও মাদ্রাসা সহ উপজেলায় ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব স্কুল ও মাদ্রাসায় ২৯ হাজার ৮৫০জন শিক্ষার্থীর মোট চাহিদা রয়েছে ৪লাখ ৯০ হাজার ৪২০টি বই। নতুন বই সংকটের ফলে চাহিদা অনুযায়ী মোট বইয়ের মধ্যে ১লাখ ৯৪ হাজার ৪৩৫টি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানান। নতুন বই না পাওয়ায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে উৎকন্ঠা ও হতাশা দেখা দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে যেন চাহিদা অনুযায়ী নতুন বই সরবরাহ করে বইয়ের সংকট থেকে শিক্ষার্থীদের রেহাই দেয় এবং পড়াশোনার সুযোগ করে দেন প্রত্যাশা সরকারের প্রতি।

কেএস

Link copied!