Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বেগমগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

জানুয়ারি ১, ২০২৩, ০৪:৩৪ পিএম


বেগমগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোহাম্মদ ইউসুফ উপজেলার আমানুল্লাহপুর গ্রামের বড় বাড়ির মৃত ননা মিয়ার ছেলে।    

রোববার (১ জানুয়ারি) দুপুর ২টার দিকে গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  

নোয়াখালীল পুলিশ সুপার এসপি মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অস্ত্র মামলার দশ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইউসুফকে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করে। সে সাজা এড়াতে দীর্ঘ দিন পলাতক ছিল।  

কেএস 

Link copied!