Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সীমান্তে খাসিয়াদের গুলিতে যুবকের মৃত্যু

সিলেট ব্যুরো

সিলেট ব্যুরো

জানুয়ারি ১, ২০২৩, ০৪:৩৬ পিএম


সীমান্তে খাসিয়াদের গুলিতে যুবকের মৃত্যু

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটলেও রোববার (১ জানুয়ারি) বিষয়টি জানাজানি হয়।

নিহত জৈন উদ্দিন (১৮) উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বনপুর আদর্শ গ্রামের নুর মিয়ার ছেলে। কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তের ১২৫৭ সাবপিলার ৫ এস-এর পাশে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার (৩১ ডিসেম্বর) বিকাল চার টায় কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তের ১২৫৭ সাবপিলার ৫ এস-এর পাশ দিয়ে ৪ জনের একটি দল লাকড়ি সংগ্রহের জন্য ভারত অংশে প্রবেশ করে। এ সময় খাসিয়াদের ছুঁড়া গুলি জৈন উদ্দিনের ঘাড়ে ও পিঠে বিদ্ধ হলে ঘটনাস্থলে প্রাণ হারান। তবে তার সাথে থাকা বাকি ৩ জন এসময় দৌঁড়ে বাংলাদেশে চলে আসে। এদিন সন্ধ্যার পর তারা গিয়ে আবার জৈন উদ্দিনের লাশ নিয়ে আসে।

উৎমা বিজিবি ক্যাম্প কমান্ডারের দায়িত্বে থাকা নায়েক সুবেদার মো. রফিক জানান, ভারত থেকে লাকড়ি আনতে ৪ জনের একটি দল গিয়েছিল। এ সময় খাসিয়ারা তাদেরকে গুলি করে। খাসিয়ার গুলিতে ১ জন মারা গেছে। বাকি ৩ জন সুস্থ আছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, ভারতীয় খাসিয়াদের গুলিতে সীমান্ত এলাকায় একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

কেএস 

Link copied!