Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে ২ প্রতিবন্ধীর মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

জানুয়ারি ১, ২০২৩, ০৪:৩৮ পিএম


বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে ২ প্রতিবন্ধীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে দুই প্রতিবন্ধী নিহত হয়েছে। রোববার (১ জানুয়ারি) দুপুরে কালুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর আবু মিয়ার গেটে এ দুর্ঘটনা ঘটে। রেল পুলিশ লাশ উদ্ধার করে রাজবাড়ি নিয়ে গেছে।

জানা যায়, ওই দিন দুপুর পোনে একটায় রাজবাড়ি-ভাটিয়াপাড়া লোকাল ট্রেন বোয়ালমারী রেল স্টেশন থেকে ছেড়ে যায়। রেল রাইনের উপর বসে আড্ডারত বাক ও শ্রবণ প্রতিবন্ধী মিজু শেখ (৩২) ও জাকারিয়া (৩২) ওই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। অপর এক প্রতিবন্ধী বাইখীর গ্রামের ফরিদ মিয়ার ছেলে জাহিদ মিয়া দ্রুত সরে যেতে সময় ট্রেনের বাড়িতে আহত হয়। নিহত মিজু শেখ বোয়ালমারীর দক্ষিণ কামারগ্রামের মৃত শাখাওয়াত শেখের ছেলে ও জাকারিয়া গুনবহা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

বোয়ালমারী থানার এসআই সরোয়ার হোসেন বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের ৫/৬ জনের একটা দল প্রতিদিনই ওইখানে বসে নিজেদের মধ্যে গল্প করে। দুর্ঘটনার সময় তারা তিনজন ছিল। তাদের মধ্যে একজন সরে যেতে পারলেও দুইজন ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। রেলওয়ে পুলিশ এসে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

কেএস 

Link copied!