Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

দারুলহুদা মডেল মাদরাসায় বই উৎসব অনুষ্ঠিত

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১, ২০২৩, ০৪:৪৮ পিএম


দারুলহুদা মডেল মাদরাসায় বই উৎসব অনুষ্ঠিত

শরীয়তপুর জেলার গোসাইরহাটে দারুলহুদা মডেল মাদরাসায় বছরের প্রথম দিনে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় দারুলহুদা মডেল মাদরাসায় বই বিতরণ করেন মাদরাসা প্রধান শিক্ষক হাফেজ মাওলানা দীদার মাহদী ৷

এসময় তিনি বলেন, বছরের প্রথমদিনে শিক্ষার্থীরা নতুন বই পেয়ে উচ্ছাসিত, আনন্দিত ৷ তাদের এই আনন্দ অটুট রেখে শিক্ষা দেয়ার প্রচেষ্টা  থাকবে আমাদের৷ প্রতিষ্ঠানে থাকবে শিক্ষাবান্ধব পরিবেশ৷ অভিভাবকদের বাসায় পড়াশোনার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে হবে ৷ তবেই আদর্শ নাগরিক উপহার দেয়া আমাদের জন্য সহজ হবে ৷

বই পাওয়ার অনুভূতি জানতে কথা হয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী স্নিগ্ধা আক্তার ছোঁয়ার সাথে ৷

তিনি জানান, নতুন বইয়ের ঘ্রাণ সত্যিই অসাধারণ ৷ নতুন ক্লাসের নতুন বই আজ বাসায় গিয়ে সব পড়ে ফেলবো৷

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাবিকুন্নাহার ফিহা বলেন, আজকে ক্লাসের সবার আনন্দ ও উল্লাস ভিন্ন প্রকৃতির৷ 
ইবতেদায়ী থেকে দাখিল পর্যায় উন্নিত হয়ে খুব ভালো লাগছে। সেই সাথে বছরের প্রথম দিনে বই পাওয়ায় আরও বেশি খুশি লাগছে ৷

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ইতোমধ্যে প্লে থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম শুরু করেছে ৷ উপজেলাজুড়ে এর সুনাম ছড়িয়ে পড়েছে ৷


এবি

Link copied!