Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বিনামূল্যে বই পৌঁছে দেওয়া সরকারের বড় সাফল্য: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ প্রতিনিধি

জানুয়ারি ১, ২০২৩, ০৫:০০ পিএম


বিনামূল্যে বই পৌঁছে দেওয়া সরকারের বড় সাফল্য: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীরা হাতে নতুন বই পাওয়ায় তারা পড়াশোনায় উৎসাহিত হচ্ছে। বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শিক্ষা ক্ষেত্রে ‘মাইলফলক’। 

রোববার (১ জানুয়ারি) নওগাঁর পোরশার নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

বছরের প্রথম দিনে বই বিতরণের ধারাবাহিকতা অব্যহত থাকায় শিক্ষার মান আরো উন্নত হয়েছে উল্লেখ করে, সুশিক্ষিত হয়ে দেশ গড়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

পোরশা উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধাসহ শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এবার নওগাঁ জেলায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে মোট লাখ ৩৬ লাখের বেশি বই দেওয়া হবে। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে ৯ লাখ ২৬ হাজার ৩৬৫ নতুন বই।

টিএইচ

Link copied!