Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মতলবে পাঠ্যপুস্তক উৎসবে বই বিতরণ করলেন এমপি রুহুল

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১, ২০২৩, ০৭:৪৪ পিএম


মতলবে পাঠ্যপুস্তক উৎসবে বই বিতরণ করলেন এমপি রুহুল

বছরের প্রথম দিন রোববার (১ জানুয়ারি) সকাল ১১ টায় নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর উপহার নতুন বছরের প্রথম দিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বই প্রদান ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস উদযাপন -২০২৩’  উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করেন চাঁদপুর-২ আসনের এমপি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়ির সহসভাপতি এড. মো. নুরুল আমিন রুহুল। এসময় তিনি নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্ধোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের এমপি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এড. মো. নুরুল আমিন রহুল।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, সাধারণ সম্পাদক মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান মতলব উত্তর উপজেলা পরিষদ। 

এছাড়াও উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার ওসি (তদন্ত) সানোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিস মতলব উত্তরের একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, মতলব উত্তরের প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন, মতলব উত্তরের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী  প্রকৌশলী আতাহার ইকবাল, মতলব উত্তরের সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালি উল্ল্যাহ, মতলব উত্তরের সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আহসানুজ্জামান লুলুসহ মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

টিএইচ

Link copied!