Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫,

কুমিল্লায় যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

জানুয়ারি ১, ২০২৩, ০৮:০৪ পিএম


কুমিল্লায় যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফয়সাল ইসলাম হৃদয় (২০) নামের যুবককে হত্যা করেছে একদল দূর্বৃত্ত। শুক্রবার রাত দেড়টার দিকে কুমিল্লা নগরীর চর্থা বড় পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ওই এলাকার চা দোকানী বাচ্চু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হানিফ সরকার। তিনি জানান, রাত দেড়টার দিকে হৃদয়সহ তারা বন্ধুরা নিউ ইয়ার উদযাপনে বাড়ির পাশে আনন্দ উল্লাস  করছিলো। তখন হৃদয়কে খবর দিয়ে নিয়ে যায় কয়েকজন যুবক। সেখানে তাকে হাত পায়ের রগ কেটে দেয়। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়। পরে স্থানীয়রা আহত হৃদয়কে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গভীর রাতে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের পেছনে আর কি কারণ থাকতে পারে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

নিহত হৃদয়ের বড় বোন শিউলি আক্তার জানান, হৃদয় থাই গ্লাসের কাজ করতেন। এবারের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা জয়ী হলে অন্যদের সাথে হৃদয় আনন্দ মিছিল করে। এ সময় স্থানীয় কয়েক যুবকের সাথে হৃদয়ের কথা কাটাকাটি হয়। এ সময় ওই যুবকরা হৃদয়কে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংশা হয়। আগে যারা তাকে আহত করেছিল তারাই তাকে এবার হত্যা করেছে। 

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন বলেন, পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয় কিশোরদের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটছে বলে জেনেছি। জড়িতদের শনাক্তকরণসহ তাদের আটক করতে পুলিশ অভিযান চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা প্রক্রিয়া দিন।

কেএস 

Link copied!