Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সমন্বয় সভা অনুষ্ঠিত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

জানুয়ারি ২, ২০২৩, ০৫:১৬ পিএম


খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সমন্বয় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের  সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় এর সম্মেলন কক্ষে  খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেবেকা আহসানের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এসময় খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো: আইয়ুব আনচারী, উপ-সহকারি প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম, উপ-সহকারী প্রকৌশলী দীপ শিখা চাকমা সহ নবাগত বিভিন্ন উপজেলা উপ-সহকারী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে, খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেবেকা আহসান বলেন, প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে সারাদেশের ন্যায় পার্বত্যাঞ্চলের পিছিয়ে পড়া দূর্গম পাহাড়ী জনপদের  মানুষের জন্য বিশুদ্ধ সুপেয় পানি পৌঁছে দেয়া সম্ভব হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর দিকনির্দেশনা অনুযায়ী খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে এ ধারা অব্যাহত রাখার জন্য সকল কর্মকর্তাদের সঠিক ভাবে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান তিনি।

কেএস 

Link copied!