Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫,

বোয়ালখালীতে যুবকের লাশ উদ্ধার

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

জানুয়ারি ৩, ২০২৩, ০৪:০১ পিএম


বোয়ালখালীতে যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে মোঃ সোলাইমান (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে বোয়ালখালী পৌরসভার বুড়িপুকুর পাড় এলাকার কৃষি ব্যাংকের পেছনের একটি জমি থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সোলাইমান পৌরসভার পশ্চিম গোমদন্ডী ৯নং ওয়ার্ডের মাহাদারো বাড়ীর আবুল কালামের ছেলে।

নিহত সোলাইমানের ছোট ভাই মো. ফোরকান জানান, সোলাইমান পাড়ায় পাড়ায় ঘুরে ভাঙারির জিনিসপত্র কিনতেন। প্রতিদিনের সোমবার সকালে ভাঙারি কিনতে রিকশা নিয়ে বের হয়েছিলেন সোলাইমান। এরপর সে আর বাড়ি ফিরেনি। সন্ধ্যা থেকে তার খোঁজ করছিলাম।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সুমন বলেন, খবর পেয়ে নিহত লাশ উদ্ধার করা হয়েছে। তার গায়ে জখমের কোন চিহ্ন দেখা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেএস 

Link copied!