Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫,

শ্রীপুরে ময়লার স্তূপে মিলল নবজাতকের মরদেহ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

জানুয়ারি ৩, ২০২৩, ০৪:৩৫ পিএম


শ্রীপুরে ময়লার স্তূপে মিলল নবজাতকের মরদেহ

গাজীপুরের শ্রীপুরে ময়লার স্তূপ থেকে নবজাতকের (ছেলে) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর পৌরসভার গরুহাটা ময়লার স্তপ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পৌরসভার কাচাবাজারের এক ব্যবসায়ী (গরুহাটা) ময়লার স্তুপে ময়লা ফেলতে যায়। এসময় ময়লার স্তুপে একদিন বয়সী ছেলে নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কেএস 

Link copied!