Amar Sangbad
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫,

মতলব উত্তরে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ৫, ২০২৩, ০৭:৫৯ পিএম


মতলব উত্তরে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

চাঁদপুর-২ আসনের এমপি অ্যাড. নুরুল আমিন রুহুল বলেছেন, সময়ের প্রয়োজনে আজ থেকে ৭৫ বছর পূর্বে বাঙালির হাজার বছরের কাঙ্খিত স্বাধীনতা ও মুক্তির মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন, বর্তমানেও সেই ছাত্রলীগ সময়ের প্রতিটি প্রয়োজনে নিজের সর্বোচ্চটুকু বিলিয়ে দেয়ার ব্রতকে ধারণ করে পথ চলছে। ছাত্রলীগই স্মার্ট বাংলাদেশের যোগ্য সারথি হিসেবে কাজ করবে।

বুধবার (৪ জানুয়ারি) চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ছাত্রলীগ ও ছেংগারচর পৌর ছাত্রলীগের যৌথ আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে জাতীয় ও দলীয় পতাকা উড্ডয়ন করে অনুষ্ঠানের সূচনা করা হয়েছে।

অ্যাড. নুরুল আমিন রুহুল বলেন, বাংলাদেশ ছাত্রলীগ তরুণ প্রজন্ম ও ছাত্রসমাজের পক্ষ থেকে দৃঢ়চিত্তে উচ্চারণ করছে, দেশমাতৃকার প্রয়োজনে অতীতের ন্যায় আগামীতেও বাংলাদেশ ছাত্রলীগ সকল অপশক্তি, মৌলবাদী-জঙ্গীগোষ্ঠীর বিরুদ্ধে, পেট্রোল বোমা ও অগ্নিসন্ত্রাস রুখে দিতে, রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমাল রক্ষার্থে, শিক্ষার্থীদের নির্বিঘ্ন শিক্ষাজীবন ও নিরাপদ ক্যাম্পাস বজায় রাখতে জীবন উৎসর্গ করতেও বিন্দুমাত্র কার্পণ্য করবে না।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নূর নবী খানের সভাপতিত্বে ও ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য আহসান উল্লাহ হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মো. মহসিন মিয়া মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দের সাথে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

টিএইচ

Link copied!