Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নওগাঁয় হাজার কোটি টাকার ৩৭ প্রকল্প বাস্তবায়ন

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ প্রতিনিধি

জানুয়ারি ৭, ২০২৩, ০২:৪১ পিএম


নওগাঁয় হাজার কোটি টাকার ৩৭ প্রকল্প বাস্তবায়ন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নওগাঁর ১১ উপজেলায় এ সরকারের আমলে মোট এক হাজার তিনশ’ ১০ কোটি টাকা ব্যয়ে ৩৭ টি প্রকল্প হাতে নিয়েছে। এরমধ্যে ২১ টি প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। বাকি ১৬ টি প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলেছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে গ্রামীণ সড়ক নির্মাণ ও উন্নয়ন, হাট বাজার উন্নয়ন, ব্রিজ কার্লভাট নির্মাণ ও সংস্কার, বীর মুক্তিযোদ্ধাদের আবাস নির্মাণ প্রভৃতি।

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর নওগাঁর নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহম্মেদ জানান, শতভাগ সম্পন্ন হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, ২০০৮ সালে শুরু হয়ে ২০১৬ সালে শেষ হওয়া ২৫ কোটি ৬৯ লক্ষ ৭৬ হাজার টাকা ব্যয়ে পল্লী অবকাঠামো উন্নয়ন (জন গুরুত্বপূর্ন গ্রামীন যোগাযোগ এবং হাট বাজার উন্নয়ন ও পূনর্বাসন) প্রকল্প দ্বিতীয় খন্ড, ২০০৮ সালে শুরু হয়ে ২০১৪ সালে শেষ হওয়া ২৩ কোটি ৭ লক্ষ ২৭ হাজার টাকা ব্যয়ে বৃহত্তর বগুড়া, রাজশাহী ও পাবনা জেলা উন্নয়ন প্রকল্পের নওগাঁ অংশে ইউনিয়ন সড়ক ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন কার্যক্রম, ২০০৯ সালে শুরু হয়ে ২০১৪ সালে শেষ হওয়া আট কোটি ৮৫ লক্ষ ৯৯ হাজার টাকা ব্যয়ে অধিকার ভিত্তিক গ্রামীণ সড়ক ও হাট বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ২০০৯ সালে শুরু হয়ে ২০১৬ সালে শেষ হওয়া ৩৮ কোটি ১২ লক্ষ ৪৮ হাজার টাকা ব্যয়ে উপজেলা, ইউনিয়ন সড়ক, সেতু, কার্লভাট নির্মাণ, পূণনির্মাণ প্রকল্প, ২০০৯ সালে শুরু হয়ে ২০১৭ সালে শেষ হওয়া ১৫৮ কোটি ৫০ লক্ষ ৯৫ হাজার টাকা ব্যয়ে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের অনগ্রসর উপজেলা সমূহের অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ২০১০ সালে শুরু হয়ে ২০১৪ সালে শেষ হওয়া ৬ কোটি ২৫ লক্ষ ৮৯ হাজার টাকা ব্যয়ে বৃহত্তর রাজশাহী বিভাগ সমন্বিত পল্লী উন্নয়ন প্রকল্প, ২০১০ সালে শুরু হয়ে ২০১৬ সালে শেষ হওয়া ১০২ কোটি ৭৩ লক্ষ ৩৮ হাজার টাকা ব্যয়ে অগ্রাধিকার ভিত্তিক গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ২০১০ সালে শুরু হয়ে ২০১৭ সালে শেষ হওয়া ১২ কোটি ৭৫ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে ক্ষুদ্র ও মাঝারি নদীতে রাবার ড্যাম নির্মাণ প্রকল্প, ২০১০ সালে শুরু হয়ে ২০১৩ সালে শেষ হওয়া ১৫ কোটি ১৬ লক্ষ ৫৫ হাজার টাকা ব্যয়ে চাপাইনবাবগঞ্জ-নওগাঁ ভায়া বটতলী জিসি-গাবতলী জিসি সড়ক উন্নয়ন প্রকল্প, ২০১০ সালে শুরু হয়ে ২০১১ সালে শেষ হওয়া ২ কোটি ২ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে উপজেলা ও রিজিওনাল সার্ভার ষ্টেশন নির্মাণ প্রকল্প, ২০১০ সালে শুরু হয়ে ২০২০ সালে শেষ হওয়া ১২ কোটি ৯৯ লক্ষ ৩৯ হাজার টাকা ব্যয়ে দ্বিতীয় খন্ডে ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প, ২০১০ সালে শুরু হয়ে ২০২১ সালে শেষ হওয়া ছিল ১৭ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে জেলার উপজেলা ও ইউনিয়ন সড়কে দীর্ঘ সেতু নির্মাণ কাজ, ২০১২ সালে শুরু হয়ে ২০১৬ সালে শেষ হওয়া ৮ কোটি ৫৮ লক্ষ ৮৫ হাজার টাকা ব্যয়ে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প, ২০১২ সালে শুরু হয়ে ২০১৭ সালে শেষ হওয়া ১৬ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে অংশগ্রহণমূলক ক্ষুদ্রাকার পানি সম্পদ সেক্টর প্রকল্প, ২০১৩ সালে শুরু হয়ে ২০১৭ সালে শেষ হওয়া ৪ কোটি ২৩ লক্ষ ৫৭ হাজার টাকা ব্যয়ে ভূমিহীন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বাসস্থান নির্মাণ প্রকল্প, ২০১৩ সালে শুরু হয়ে ২০১৭ সালে শেষ হওয়া ১১১ কোটি ৫ লক্ষ টাকা ব্যয়ে সাসটেইনেবল রুরাল ইনফ্রাষ্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রকল্প, ২০১৪ সালে শুরু হয়ে ২০২১ সালে শেষ হওয়া ২৪ কোটি ৫ লক্ষ ৮৫ হাজার টাকা ব্যয়ে উপজেলা সমূহে বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, ২০১৫ সালে শুরু হয়ে ২০২১ সালে শেষ হওয়া ১২৬ কোটি ৪ লক্ষ ১৩ হাজার টাকা ব্যয়ে অগ্রাধিকার ভিত্তিক গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২, ২০১৬ সালে শুরু হয়ে ২০১৯ সালে শেষ হওয়া ২২ কোটি ১৫ লক্ষ ১৬ হাজার টাকা ব্যয়ে নওগাঁ জেলার পতœীতলা ও ধামইরহাট উপজেলার গ্রামীণ সড়ক উন্নয়ন শীর্ষক প্রকল্প, ২০১৭ সালে শুরু হয়ে ২০২১ সালে শেষ হওয়া ১২ কোটি ৯৭ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন কাজ ও ২০১৮ সালে শুরু হয়ে ২০২১ সালে শেষ হওয়া ১ কোটি ৪৭ লক্ষ ৮৪ হাজার টাকা ব্যয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপনাসমূহ সংরক্ষণ ও পূণঃনির্মাণ কাজ।

এছাড়া যেসব প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে সেগুলো হলো, ২০১২ সালে শুরু হওয়া ৪৯ কোটি ৮১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে উপজেলা কমপ্লেক্স ভবন সম্প্রসারণ প্রকল্প-অগ্রগতি ৯৮ শতাংশ, ২০১৫ সালে শুরু হওয়া ১৯৬ কোটি ৫৭ লক্ষ ৬৯ হজার টাকা ব্যয়ে বৃহত্তর রাজশাহী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প-অগ্রগতি ৯৮ শতাংশ, ২০১৬ সালে শুরু হওয়া ১৪ কোটি ৮০ লক্ষ ৯২ হাজার টাকা ব্যয়ে সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প-অগ্রগতি ৯২ শতাংশ, ২০২১ সালে শুরু হওয়া ৭৬ কোটি ২০ লক্ষ ১২ হাজার টাকা ব্যয়ে অগ্রাধিকার ভিত্তিক গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর কাজ-অগ্রগতি ৪৪ শাতাংশ, ২০১৭ সালে শুরু হওয়া ১৪২ কোটি ৯৫ লক্ষ ৭৩ হাজার টাকা ব্যয়ে পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প-অগ্রগতি ৫১ শতাংশ, ১ কোটি টাকা ব্যয়ে টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প-অগ্রগতি ৯০ শতাংশ, ২৪৯ কোটি ৩৫ লক্ষ ২৬ হাজার টাকা ব্যয়ে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-অগ্রগতি ৯২ শতাংশ, ১৬ কোটি ৭৫ লক্ষ ৫১ হাজার টাকা ব্যয়ে দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প-অগ্রগতি ৪৬ শতাংশ, ৩৫৫ কোটি ৬৮ লক্ষ ৮ হাজার টাকা ব্যয়ে রাজশাহী বিভাগে (সিরাজগঞ্জ জেলা ব্যতিত) পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-অগ্রগতি ৪০ শতাংশ, ২০১৮ সালে শুরু হওয়া ২০ কোটি ১১ লক্ষ ৯০ হাজার টাকা ব্যয়ে বন্যা ও দূর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পূণঃর্বাসন প্রকল্প-অগ্রগতি ৯১ শতাংশ, ৩৬ কোটি ৮২ লক্ষ ২৪ হাজার টাকা ব্যয়ে গ্রাম সড়ক পূণঃর্বাসন প্রকল্প-অগ্রগতি ৮৯ শতাংশ, ৮৩ কোটি ৬৭ লক্ষ ৩৪ হাজার টাকা ব্যয়ে রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট-অগ্রগতি ৭০ শতাংশ, ১৭ কোটি ৫২ লক্ষ ৪১ হাজার টাকা ব্যয়ে প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস প্রজেক্ট-অগ্রগতি ৩০ শতাংশ, ১৩ কোটি ৫৯ লক্ষ ৮৮ হাজার টাকা ব্যয়ে উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাষ্টারপ্ল্যান প্রনয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রায় শেষের পথে, ২০১৯ সালে শুরু হওয়া ১৫ কোটি ৮৫ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে অনুর্ধ ১০০ মিটার সেতু নির্মাণ প্রকল্প, অগ্রগতি-২০ শতাংশ, ১৯ কোটি ২৭ লক্ষ ৪৩ হাজার টাকা ব্যয়ে ঘূর্ণিঝড় আম্ফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী অবকাঠামো পূণঃর্বাসন প্রকল্প-অগ্রগতি ২০ শতাংশ।  

এই নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, প্রকল্পগুলো বাস্তাবায়নের ফলে জেলার শিক্ষা, যোগাযোগ ও সামাজিক উন্নয়ন সাধিত হওয়ায় সর্বস্তরের মানুষ এর সুফল পেতে শুরু করেছেন।

কেএস 

Link copied!