Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নেত্রকোনায় দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা প্রতিনিধি

জানুয়ারি ৭, ২০২৩, ০৮:০০ পিএম


নেত্রকোনায় দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ

নেত্রকোনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পক্ষ থেকে পাঁচ শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ দুঃস্থ মানুষের হাতে শীত বস্ত্র হিসেবে কম্বল তুলে দেন। শহরের পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকেলে তিনি পাঁচ শতাধিক অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন।

মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, সীমান্ত সুরক্ষিত রাখতে স্মার্ট ডিজিটাল সার্ভেলাইন্স সিস্টেম বসানো হচ্ছে। পর্যায়ক্রমে পুরো সীমান্তেই এমন ডিভাইস বসানো হবে। এতে করে এখনকার মতো আর টহল দিতে হবে না। মনিটরের সামনে বসেই দেখা যাবে কোথায় কি হচ্ছে।

তিনি আরও বলেন, এই শীতের সময়ে বিজিবির পক্ষ থেকে দেশের প্রায় সব জায়গাতেই অসহায় ও দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। বিজিবি সীশমান্ত সুরক্ষার পাশাপাশি দুঃস্থ, সুবিধাবঞ্চিত ও অসহায়দের সহায়তা ও সেবা দিয়ে থাকে।

এ সময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক এ এম এম খায়রুল কবীর, উপ-মহাপরিচালক কর্নেল মো. মাহমুদুর রহমান, নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়াসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেএস 

Link copied!