Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কক্সবাজারে ছিনতাইকারির ছুরিকাঘাতে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

জানুয়ারি ৮, ২০২৩, ০৪:৩১ পিএম


কক্সবাজারে ছিনতাইকারির ছুরিকাঘাতে যুবক নিহত

কক্সবাজার শহরে ছিনতাইকারির ছুরিকাঘাতে মিজানুর রহমান (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। 
শনিবার (৮ জানুয়ারি) রাত ১১ টার দিকে শহরের প্রধান সড়কের আলী জাহান এলাকার সাবমেরিন
স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খন্দকারপাড়ার আনসার উল্লাহর ছেলে।

নিহতদের মামা ইজিবাইক চালক মোহাম্মদ হোসেন জানিয়েছেন, তিনি এবং তার ভাগিনা মিজান কক্সবাজার শহরে ইজিবাইক চালায়। শনিবার রাত ১০ টার দিকে ভাগিনাকে সাথে নিয়ে শহরের ভোলা বাবুর পেট্রোল পাম্প থেকে যাত্রী নিয়ে কক্সবাজার সদর উপজেলা গেইটে ইজিবাইক গ্যারেজে ফিরছিল। যাত্রীরা শহরের কালুর দোকান এলাকায় নেমে যান। তারা ২ জন সাবমেরিন স্টেশন এলাকায় পৌঁছলে ৫ জন যুবক গতিরোধ করে মিজানের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় মিজান একজন ধরে ফেলে। সাথে থাকা অন্যরা মিজানকে ছুরিকাঘাত করে তাকে ছিনিয়ে নেয়। আহত মিজানকে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কক্সবাজার সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। ছিনতাইকারিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

কেএস 

Link copied!